Homeখবররাজ্য‘পরিস্থিতি ভয়ানক হতে পারত, প্ররোচনায় পা দেয়নি পুলিশ’, নবান্ন অভিযান প্রসঙ্গে জানালেন...

‘পরিস্থিতি ভয়ানক হতে পারত, প্ররোচনায় পা দেয়নি পুলিশ’, নবান্ন অভিযান প্রসঙ্গে জানালেন এডিজি

প্রকাশিত

সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জানাল নবান্ন অভিযানে, চুড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। কিন্তু তারা কোনও প্ররোচনায় পা দেয়নি। শান্তিপূর্ণ ভাবে মোকাবিলা করেছে গোটা পরিস্থিতির। 

এদিন নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাওড়া-সহ মধ্য কলকাতা। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র নেতৃত্বে নবান্ন অভিযান শুরু হলেও তা দ্রুতই বিশৃঙ্খল হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ, যার ফলে গ্রেফতার করা হয়েছে মোট ২২০ জনকে। এদের মধ্যে কলকাতা পুলিশ ১২৬ জনকে এবং রাজ্য পুলিশ ৯৪ জনকে গ্রেফতার করেছে।

সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠকে পুলিশের তরফ থেকে জানানো হয়, নবান্ন অভিযানে কোনও অনুমতি নেওয়া হয়নি এবং এই আন্দোলন পরিকল্পিত ছিল। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, “এই আন্দোলন কখনও বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না। এটি দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হয়েছিল। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্ররোচনা দেওয়া হবে।”

আন্দোলনকারীদের দাবি ছিল, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার নিরপেক্ষ বিচার। কিন্তু পুলিশের মতে, আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। ব্যারিকেড ভেঙে, ইট-পাটকেল ছুড়ে অশান্তি পাকানো চেষ্টা করা হয়। পুলিশের দিকে বোতল ছোঁড়া হয়। পুলিশের তরফে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিছু জায়গায় লাঠিচার্জও করা হয়।

বুধবার ১২ ঘণ্টা বন্‌ধ ডাকল বিজেপি, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বলল নবান্ন

নবান্ন অভিযানে ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। এছাড়াও সরকারি সম্পত্তি ভাঙচুর ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে অভিযোগ পুলিশের। পুলিশের মতে, অভিযানের নেপথ্যে চক্রান্ত ছিল এবং তার প্রমাণ তাদের কাছে রয়েছে।

যদি আন্দোলকারীদের দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পুলিশই তাদের হঠিয়ে দেওয়ার জন্য জল কামান, কাঁদানে গ্যাসের ব্যবহার করা করেছে। এমন কী লাঠিচার্জও করেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।