Homeখবররাজ্যরানিগঞ্জের অবস্থা হতে পারে জোশীমঠের মতো, কেন এমন আশঙ্কা মুখ্যমন্ত্রীর

রানিগঞ্জের অবস্থা হতে পারে জোশীমঠের মতো, কেন এমন আশঙ্কা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

কলকাতা: ‘‌যে কোনো সময় জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানিগঞ্জেরও’। মঙ্গলবার দুপুরে মেঘালয় রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আশঙ্কার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধারণা, এমন হলে অন্তত ৩০ হাজার বাসিন্দা ক্ষতির সম্মুখীন হবেন। এর জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। 

বিমানবন্দরে জোশীমঠ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে রানিগঞ্জ নিয়ে এই আশঙ্কার কথা শুনিয়ে মমতা বলেন, ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি জোশীমঠে। আগে বন্দোবস্ত করলে এই দিন দেখতে হত না। একই অবস্থা রানিগঞ্জে। গত ১০ বছর ধরে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা লড়াই করছি। যে টাকা দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি’।

তিনি আরও জানান, ‘পরিত্যক্ত খনিগুলির দিকে নজর দেওয়া এবং ধস কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার কথা বলেছি। কিন্তু কেন্দ্র কর্ণপাত করে না। আমরা নিজেদের টাকা দিয়ে যতটা সম্ভব এলাকার উন্নয়নের চেষ্টা করেছি। বিপদ আসলে একসঙ্গে ২০–৩০ হাজার মানুষ তাতে পড়বে।’

‌ অধিকাংশ সময় কয়লা তুলে নেওয়ার পর খনিগুলি ভরাট না করেই ফেলে রাখা হয়। তার জেরে প্রায় সময়ই রানিগঞ্জ এলাকায় ধস নামে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এখানেও আমার ধারণা সাধারণ মানুষের কোনও দোষ থাকবে না। যদি কোনও বিপর্যয় হয়, সরকারকেই তার দায় নিতে হবে।’

প্রসঙ্গত, ভূমিধসের কারণে কয়েকশো বাড়ি এবং হোটেলে ফাটল ধরেছে জোশীমঠে। আউলি রোপওয়ের কাছে এবং অন্যান্য এলাকায় বিস্তৃত ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাটিতে তলিয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ। ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন বাসিন্দারা। অনিয়ন্ত্রিত ঘরবাড়ি-হোটেল অথবা বাঁধ নির্মাণ, বন নিধন, বনে আগুন এবং কোটি কোটি টাকার রাস্তা প্রকল্পের কারণে বিঘ্নিত পর্বতশ্রেণির বাস্তুতন্ত্র। কয়েক দশক ধরেই এ ব্যাপারে সতর্ক করে আসছেন পরিবেশবিদ এবং কর্মীরা। ঝুঁকিগুলিকে আগেই চিহ্নিত করেছিলেন তাঁরা। কিন্তু লা-পরোয়া মনোভাব আজ জোশীমঠকে দাঁড় করিয়ে দিয়েছে এক অপ্রতিরোধ্য সংকটের সামনে।

আরও পড়ুন: কলকাতায় নিম্নমুখী তাপমাত্রার পারদ! কনকনে ঠান্ডা ফিরছে?

সাম্প্রতিকতম

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

হোম লোন দ্রুত শোধ করার ৬টি সেরা টিপস

দ্রুত হোম লোন পরিশোধ করতে হলে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। ইএমআই বাড়ানো, প্রি-পেমেন্ট করা এবং সুদের হার পুনর্মূল্যায়ন করা ইত্যাদি কৌশলগুলি আপনাকে লোন দ্রুত শোধ করতে সাহায্য করবে।

আরও পড়ুন

আবারও কালীঘাটে বৈঠকের জন্য ডাক জুনিয়র ডাক্তারদের, মুখ্যসচিবের পক্ষ থেকে ইমেল, ‘লাইভ স্ট্রিমিং’ কি হবে?

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য আবারও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?