মহাকুম্ভ প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।’
এ দিন বিধানসভায় বক্তৃতা করার সময় তিনি অভিযোগ করেন, ধনী ও ভিআইপিদের জন্য বিলাসবহুল শিবিরের ব্যবস্থা থাকলেও গরিবদের জন্য কোনও সুব্যবস্থা নেই।
মুখ্যমন্ত্রী বলেন, “এটি ‘মৃত্যু কুম্ভ’। আমি মহাকুম্ভকে সম্মান করি, গঙ্গা মাকেও সম্মান করি। কিন্তু এখানে কোনও পরিকল্পনা নেই… কতজন মানুষকে উদ্ধার করা হয়েছে? ধনী ও ভিআইপিদের জন্য এক লাখ টাকা পর্যন্ত খরচ করে তাঁবু নেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু গরিবদের জন্য কোনও ব্যবস্থা নেই। মেলাতে পদপিষ্ট হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে প্রশাসনের উচিত সঠিক পরিকল্পনা করা। আপনাদের পরিকল্পনা কী?”
এ ভাবেই মহাকুম্ভের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। জানান, প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন? রাজ্যের যাঁরা মারা গিয়েছেন তাঁদের ময়নাতদন্ত করে ডেথ সার্টিফিকেট না দেওয়ায় উত্তরপ্রদেশের যোগী সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের যাঁরা মারা গিয়েছে তাঁদের ময়নাতদন্ত করে ডেথ সার্টিফিকেট দিয়েছি, এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়।’
মমতা জানান, বলা হচ্ছে, ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যাঁরা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাঁদের আমি ঘৃণা করি।’