Homeখবররাজ্যরাজ্যের গোয়েন্দাপ্রধানের পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দিল নবান্ন

রাজ্যের গোয়েন্দাপ্রধানের পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দিল নবান্ন

প্রকাশিত

কলকাতা: রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র উচ্চপর্যায়ে বড়সড় রদবদল করল নবান্ন। বুধবার এডিজি-আইজিপি (সিআইডি) আর রাজশেখরনকে সরিয়ে এডিজি-আইজিপি (ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। তবে নতুন গোয়েন্দাপ্রধানের নাম এখনও ঘোষণা করা হয়নি।  তবে প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ সেরে ফেলতে পারে রাজ্য সরকার। এ দিকে, এডিজি (ট্রেনিং) পদ থেকে দময়ন্তী সেনকে সরিয়ে এডিজি-আইজিপি (পলিসি) পদে নিয়োগ করা হয়েছে।

নভেম্বরের তৃতীয় সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি-র পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সিআইডি এবং পুলিশের কিছু কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। এর জেরে সিআইডি-র সর্বস্তরে এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিনের রদবদলে রাজশেখরন এবং দময়ন্তী ছাড়া আরও দুই আইপিএস কর্তার পদের পরিবর্তন হয়েছে। এডিজি-আইজিপি (ইবি) পদ থেকে রাজীব মিশ্রকে এডিজি-আইজিপি (মর্ডানাইজেশন) পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, আর শিবকুমারকে এডিজি-আইজিপি (পলিসি) পদ থেকে এডিজি-আইজিপি (ইবি) পদে পাঠানো হয়েছে।

২১ নভেম্বর নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি নির্দেশ দেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে তদন্ত করতে হবে। এই রদবদল সেই নির্দেশেরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, খুব শিগগির পুলিশ ও প্রশাসনে আরও রদবদল হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের সচিবদেরও বদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখযোগ্য ভাবে,  কসবাকাণ্ডের পর কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধানের দায়িত্বে থাকা মুরলীধরকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার। এ বার রাজ্য পুলিশের গোয়েন্দাপ্রধানকেও সরিয়ে দিলেন মমতা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।