দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, উত্তরে টেক্কা দিচ্ছে দক্ষিণের ঠান্ডা
আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সাতটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। শনিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। পাশাপাশি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং বীরভূমে কুয়াশার কারণে সকালের দৃশ্যমানতা কমতে পারে।
দক্ষিণের ঠান্ডা উত্তরকেও ছাড়াল
শনিবার উত্তরবঙ্গের কালিম্পংয়ের তুলনায় দক্ষিণবঙ্গের পাঁচটি শহরে তাপমাত্রা কম ছিল। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দার্জিলিংয়ের ৪ ডিগ্রির পরে রাজ্যের দ্বিতীয় শীতলতম স্থান হিসেবে উঠে এসেছে। শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি, আসানসোলে ৯.৫ ডিগ্রি, সিউড়িতে ৯.৪ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা ও উত্তরবঙ্গের পরিস্থিতি
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি হলেও কালিম্পংয়ে তা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি কম থাকবে। পরবর্তী তিন দিনে আরও ২-৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।
অন্যত্র নিম্নচাপের সম্ভাবনা
দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে। অসম, লক্ষদ্বীপ এবং মলদ্বীপের উপরেও ঘূর্ণাবর্তের উপস্থিতি রয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

