Homeখবররাজ্যবিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা! একমাত্র সিপিএম কাউন্সিলর দলবদলে তৃণমূলে

বিরোধীশূন্য উত্তর দমদম পুরসভা! একমাত্র সিপিএম কাউন্সিলর দলবদলে তৃণমূলে

প্রকাশিত

ভোটের আগে ঘুঁটি সাজানোর লড়াই তুঙ্গে। রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে শিবির বদলের খেলা। একদিকে বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছিলেন, এবার বাম শিবিরেও ভাঙন ধরল। উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। এই দলবদলের ফলে এখন পুরো পুরসভাই শাসকদলের দখলে চলে গেল, বিরোধীশূন্য হয়ে গেল উত্তর দমদম।

শনিবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সন্ধ্যার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ২০২২ সালের পুরভোটে উত্তর দমদম পুরসভার ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি তৃণমূল দখলে রাখলেও ১৫ নম্বর ওয়ার্ডে জিতেছিল সিপিএম। দীর্ঘ তিন বছর সেই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন সন্ধ্যা মণ্ডল। তবে দলত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ‘‘আমি কাজ করতে পারছিলাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকলের জন্য কাজ করার সুযোগ পেতেই তৃণমূলে যোগ দিলাম।’’

রাজনৈতিক তরজা তুঙ্গে

সন্ধ্যার দলবদল নিয়ে শাসক দলের যুক্তি, ‘‘তিনি আমাদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছে।’’ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ‘‘এখন উত্তর দমদম পুরসভায় কোনও বিরোধী নেই, পুরোপুরি উন্নয়নের জন্য কাজ করতে পারবে তৃণমূল।’’

অন্যদিকে, সিপিএমের মুখপাত্র শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‘তৃণমূল যখন দলবদল করে, সেটা ঠিক, কিন্তু অন্য দল করলে ভুল? বাম আমলে আমরা বিরোধীদের নির্বাচিত জনপ্রতিনিধিদের এইভাবে দলে টানিনি। তৃণমূল এই রাজনৈতিক সংস্কৃতি এনেছে, আর আমরা বাংলা থেকে তাড়িয়ে এই সংস্কৃতিও সরাব।’’

রাজনৈতিক শিবিরে দোলাচল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই দলবদল তৃণমূলের জন্য সুবিধাজনক হলেও, বাম শিবিরের মনোবল তাতে বড়সড় ধাক্কা খেল। উত্তর দমদমের মতো এলাকায় যেখানে বামেদের কিছুটা হলেও সংগঠন রয়েছে, সেখানে দলের একমাত্র জনপ্রতিনিধির দলত্যাগের ফলে বাম সমর্থকদের হতাশা তৈরি হতে পারে।

তবে বিরোধীশূন্য পুরসভায় গণতন্ত্রের ভারসাম্য কতটা বজায় থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের আগে আরও দলবদলের ঘটনা ঘটবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জল্পনা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।