দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। যা সম্ভবত আগামী বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে মনে করছে মৌসম ভবন। তবে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় নেই বৃষ্টির পূর্বাভাস। উল্টে, আগামী ক’দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর বুধবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত সম্ভাবনা রয়েছে। মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় শক্তিশালী হয়ে কোন দিকে এগোয় সেদিকেই নজর রাখছে মৌসম ভবন।
এরই মধ্যে ফের চড়ছে তাপমাত্রার পারদ। রবিবার থেকে আবারও বেড়েছে গরম। আগামী ক’দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোটা বাংলা জুড়ে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্র থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। বাড়বে গরম। এ দিন আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় চলবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তার প্রভাবে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে না। উলটে আগামী পাঁচদিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও গরম বাড়বে। গরম বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
আরও পড়ুন: দফায় দফায় ফের সংঘর্ষ, অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যাহত মণিপুরে