Homeখবররাজ্যঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টি, বৃহস্পতিবার থেকে ফের ভারী বর্ষণ কলকাতা-সহ রাজ্যের একাধিক...

ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টি, বৃহস্পতিবার থেকে ফের ভারী বর্ষণ কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়

প্রকাশিত

ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ঋরে টানা বা ঘন ঘন ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিকানের, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের বৃষ্টি চিত্র:
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি (৭–১১ সেন্টিমিটার) হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই দুর্যোগের রেশ থাকবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমে হালকা থেকে মাঝারি মাত্রায় থাকবে দক্ষিণের বিভিন্ন জেলায়, চলবে মঙ্গলবার পর্যন্ত।

উত্তরবঙ্গে বর্ষার দাপট:
উত্তরবঙ্গে এখন চলছে বর্ষার পুরো দাপট। বৃহস্পতিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

শনিবার থেকে দুর্যোগ আরও ঘনীভূত হবে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলবে সোমবার পর্যন্ত।

কলকাতার আবহাওয়া:
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে ঘন মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু’-এক পশলা বৃষ্টিও হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। নদী-নালার ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে।

আরও যে খবর পড়তে পারেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।