ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ঋরে টানা বা ঘন ঘন ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিকানের, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের বৃষ্টি চিত্র:
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি (৭–১১ সেন্টিমিটার) হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই দুর্যোগের রেশ থাকবে শুক্রবারও। তবে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমে হালকা থেকে মাঝারি মাত্রায় থাকবে দক্ষিণের বিভিন্ন জেলায়, চলবে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গে বর্ষার দাপট:
উত্তরবঙ্গে এখন চলছে বর্ষার পুরো দাপট। বৃহস্পতিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
শনিবার থেকে দুর্যোগ আরও ঘনীভূত হবে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলবে সোমবার পর্যন্ত।
কলকাতার আবহাওয়া:
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে ঘন মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু’-এক পশলা বৃষ্টিও হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। নদী-নালার ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যবাসীকে।
আরও যে খবর পড়তে পারেন
- মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করল এনআইএ আদালত
- ন্যূনতম ব্যালান্স না থাকায় আর জরিমানা নয়! বড় সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির