Homeরাজ্যদার্জিলিংপশুদের মিউজিয়াম ও বায়োব্যাঙ্ক তৈরি করে তাক লাগাল দার্জিলিংয়ের চিড়িয়াখানা

পশুদের মিউজিয়াম ও বায়োব্যাঙ্ক তৈরি করে তাক লাগাল দার্জিলিংয়ের চিড়িয়াখানা

প্রকাশিত

এখনও যা করে দেখাতে পারেনি দেশের অন্য কোনও চিড়িয়াখানা, তা-ই করে দেখিয়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানার সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। দেশের মধ্যে প্রথম বায়োব্যাঙ্ক ফেসিলিটি ও পশুদের মিউজিয়াম তৈরি করে নজির তৈরি করেছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক

কেন্দ্রীয় জু অথরিটির অধীন কনসোর্টিয়াম অফ জুস অ্যান্ড বায়ো ব্যাঙ্কিংয়ের অধীনে দার্জিলিং চিড়িয়াখানায় এই বায়োব্যাঙ্ক ও মিউজিয়াম তৈরি করা হয়েছে। প্রাণীদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাণীদের মিউটেশনের কারণ ও প্রভাব, জীববৈচিত্র্য-সহ একাধিক বিষয় নিয়ে গবেষণা করার জন্য এই বায়োব্যাঙ্কে বিলুপ্তপ্রায় ও গুরুত্বপূর্ণ প্রজাতির প্রাণীদের ডিএনএ, জিনোম, গ্যামেটের মতো অংশের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পাশাপাশি মৃত প্রাণীদের শরীর ও কঙ্কাল সংরক্ষণ করা হবে ওই মিউজিয়ামে।

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, “কেন্দ্রীয় জু অথরিটির কনসোর্টিয়াম অফ জুয়ের অনুমোদনে রাজ্য বন দফতরের সহযোগিতা ও জু অথরিটির গাইডলাইন মেনে এই বায়োব্যাঙ্ক তৈরি করা হয়েছে। দেশের প্রথম কোনও চিড়িয়াখানায় এই বায়োব্যাংক ও মিউজিয়াম তৈরি করা হল। এই বায়োব্যাঙ্কে বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করে রাখা হবে, যা আগামী দিনে নানা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হবে।”

দার্জিলিং চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় শিডিউল ওয়ান প্রজাতির ১৯টি প্রাণী রয়েছে। এদের মধ্যে রেড পান্ডা, স্নো লেপার্ড, সাইবেরিয়ান টাইগার ও মিশমি টাকিনের মতো প্রাণী রয়েছে। সেই সব প্রাণীর ডিএনএ, জিনোম ও গ্যামেট ইতিমধ্যে সংরক্ষণের কাজ শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বায়োব্যাঙ্কে অন্তত ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত নমুনা সংরক্ষণ করে রাখা যাবে। প্রথম পর্যায়ে ৯টি প্রজাতির প্রায় ২০টি নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। পাশাপাশি মিউজিয়ামেও পাহাড়ি বিভিন্ন প্রজাতির দেহাংশ ও কঙ্কাল সংরক্ষণ করা হয়েছে। পর্যটকদের জন্যও ওই মিউজিয়ামটি খুলে দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।