Homeরাজ্যদার্জিলিংদুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু...

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

প্রকাশিত

প্রবল বৃষ্টি ও ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দার্জিলিং। সোমবার সকাল থেকেই পাহাড়ে আর নতুন করে বৃষ্টি হয়নি, দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘারও। প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় বেশ কিছু রাস্তা খুলে দেওয়া হয়েছে, পর্যটকরাও ধীরে ধীরে সমতলে নামছেন।

 খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড

দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার প্রধান দুটি রাস্তা — হিল কার্ট রোডপাঙ্খাবাড়ি রোড — সোমবার থেকেই খুলে দেওয়া হয়েছে। এই রাস্তাগুলির মেরামতির কাজ রবিবার রাতভর চলেছে।

  • হিল কার্ট রোড তিনধারিয়া হয়ে সুকনা ও শিলিগুড়ির সঙ্গে যুক্ত।
  • পাঙ্খাবাড়ি রোড তুলনামূলক খাড়া ও দুর্গম হলেও এখন চলাচলযোগ্য।

দার্জিলিঙের বিজনবাড়ি ব্লকে আটকে পড়া পর্যটকদের এই দুই রাস্তা দিয়েই নিরাপদে সমতলে নামানো হয়েছে।

সেবক–রংপো রুটে ভারী যানবাহনে নিষেধাজ্ঞা

জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) জানিয়েছে, সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এই নিয়ম কার্যকর থাকবে:

  • মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত,
  • এবং বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত।

পরিস্থিতি বিবেচনা করে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এই নিষেধাজ্ঞা আগামী চার সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকতে পারে।

দুধিয়ায় সেতু ভাঙায় মিরিক রোড বন্ধ, সেনার উদ্যোগে বেলি ব্রিজের পরিকল্পনা

দুধিয়ায় সেতু ভেঙে যাওয়ার কারণে মিরিকগামী রাস্তাটি আপাতত বন্ধ। সোমবার সকালে সেনা জওয়ানেরা ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শনে গিয়েছেন।
সূত্রের খবর, প্রয়োজনে সেখানে একটি বেলি ব্রিজ (অস্থায়ী লোহার সেতু) তৈরি করা হবে, যাতে জরুরি যান চলাচল পুনরায় শুরু করা যায়।

তবে বিকল্প হিসেবে সিকিম–কালিম্পং–লাভা–লোলেগাঁও হয়ে শিলিগুড়ির রাস্তা আপাতত খোলা রয়েছে।

জিটিএ-র উদ্যোগে রাস্তাঘাট সংস্কার চলছে জোরকদমে

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) জানিয়েছে, মিরিক, বিজনবাড়ি, সুখিয়াপোখরি ও কালিম্পংয়ের একাধিক রাস্তায় মেরামতির কাজ চলছে।

  • সুখিয়াপোখরিতে সোনাদা–মুনদা রোডমিলিং রোড খুলে দেওয়া হয়েছে।
  • গরুবাথান, লাভা এবং লোলেগাঁও ব্লকের ছোট রাস্তাগুলিতে এখনও মেরামতির কাজ বাকি।

জিটিএ সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব রাস্তাই আংশিকভাবে খুলে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসনের নজরদারি ও পুলিশের রিপোর্ট

দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সোমবার দুধিয়ার ভাঙা সেতু পরিদর্শনে গিয়ে বলেন, “দুধিয়ার সেতুর এক প্রান্ত থেকে শিলিগুড়ির দিকে রাস্তায় সমস্যা নেই। তবে সেতু ভাঙায় মিরিকের দিকে আপাতত যাওয়া যাচ্ছে না। কার্শিয়াং থেকে পাঙ্খাবাড়ি ও হিল কার্ট রোড ব্যবহার করে পর্যটক ও স্থানীয়দের নামানো হচ্ছে।”

রোহিণী পয়েন্টে ধস নামার পর সেই রাস্তাটিও বর্তমানে অচল। তবে প্রশাসন জানিয়েছে, এর ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়নি।

দার্জিলিংয়ে ফিরছে পর্যটনের আশা

আবহাওয়া পরিষ্কার হতেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে দার্জিলিঙে। পর্যটন দফতর জানিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, এবং আগামী সপ্তাহেই পাহাড়ে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ধসের ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিং। রাস্তা খুলছে, সেতু মেরামত শুরু, আকাশে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। প্রশাসনের তৎপরতায় পাহাড়বাসীর মনে ফিরছে আশার আলো — দার্জিলিং আবারও ফিরছে তার মেঘে ঢাকা রূপে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ মাস ধরে থেমে থাকা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক ফের সচল হবে, তৈরি হচ্ছে নতুন পর্যটন জোন

দার্জিলিংয়ের ক্যাপিটল হলের ঐতিহ্যবাহী টাওয়ার ক্লক তিন মাস ধরে বন্ধ। এবার পূর্ণ সংস্কার করে ঘড়িটিকে সচল করার পাশাপাশি তৈরি হবে মিউজিয়াম, ব্যাঙ্কোয়েট ভেন্যু ও সেলফি পয়েন্ট। প্রশাসনের লক্ষ্য—ঐতিহ্যের গৌরব ফিরিয়ে আনা ও নতুন পর্যটন আকর্ষণ গড়ে তোলা।

দার্জিলিং কমলায় জিআই ট্যাগ: পাহাড়ের ‘রানি’ রপ্তানিতে প্রস্তুত, কার্শিয়াংয়ে প্রথম লটে ৪৫০ কেজি কমলা সংগ্রহ

দার্জিলিংয়ের কমলা পেল জিআই ট্যাগ। প্রশাসন রপ্তানিতে ঝাঁপিয়ে পড়েছে, প্রথম পর্যায়ে ৪৫০ কেজি কমলা দক্ষিণবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের কমলার বিশেষত্ব ও জিআই প্রাপ্তির পথ জানুন।