Homeরাজ্যদার্জিলিংদার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

দার্জিলিং চিড়িয়াখানায় স্কেলেটন মিউজিয়ামের উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ

প্রকাশিত

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে চালু হল স্কেলেটন মিউজিয়াম। এটি রাজ্যের দ্বিতীয় স্কেলেটন মিউজিয়াম, যা কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের পর পর্যটক ও শিক্ষার্থীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মিউজিয়ামটির উদ্বোধন করেছেন।

মিউজিয়ামে বিভিন্ন বিরল ও লুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল প্রদর্শিত হচ্ছে, যা শিক্ষার্থীদের পশুপাখি সম্পর্কে জানতে এবং তাদের জীবনধারা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচি জানান, ‘‘এটি শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। তারা এখানে কঙ্কাল দেখে প্রাণী সংক্রান্ত তথ্য পাবে এবং তাদের জীবনের নানা দিক বোঝার চেষ্টা করতে পারবে।’’

মিউজিয়ামটিতে রেড পান্ডা, স্নো লেপার্ড, এশিয়াটিক ব্ল্যাক বেয়ার, বনবিড়াল, স্লো লরিস, ইন্ডিয়ান রক পাইথন, এবং ব্লু শিপের মতো বিভিন্ন প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। ২০১৬ সালে দার্জিলিং চিড়িয়াখানায় বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের উদ্বোধন হয়েছিল, যেখানে প্রাণীর কঙ্কাল সংরক্ষণের জন্য একটি আলাদা বিভাগ ছিল। এবার সেই কঙ্কালগুলিকে আরও সঠিকভাবে প্রদর্শনের জন্য স্কেলেটন মিউজিয়াম আলাদা করে তৈরি করা হয়েছে।

ডিরেক্টরের মতে, ‘‘মিউজিয়ামটি চালু করার জন্য গত ছয়-সাত মাস ধরে কঙ্কাল সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি চালু হলেও ভবিষ্যতে আরও কঙ্কাল সংযোজন করা হবে।’’

দার্জিলিং চিড়িয়াখানার নতুন এই উদ্যোগ পর্যটকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের আকর্ষণ করছে। শিক্ষার্থীরা এখানে পশুপাখি চেনা এবং তাদের জীবনের বৈচিত্র সম্পর্কে জানতে পারবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

দার্জিলিঙে বৃষ্টিজনিত ধসের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা রয়েছে হিলকার্ট ও পাঙ্খাবাড়ি রোড। আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে। দুধিয়ার সেতু ভাঙায় মিরিকের রাস্তা আংশিক বন্ধ।