Homeরাজ্যদার্জিলিংবোনাস, বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা মেলেনি, চা-বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালীন অনশন ধর্মঘটের...

বোনাস, বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা মেলেনি, চা-বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালীন অনশন ধর্মঘটের হুঁশিয়ারি

প্রকাশিত

দার্জিলিং: নিজেদের ন্যায্য ২০ শতাংশ বোনাস এবং দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটের পরিকল্পনা ঘোষণা করেছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত লংভিউ চা-বাগানের শ্রমিকরা। যদি তাঁদের এই দাবিগুলি পূরণ না হয়, তবে ধর্মঘট আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

নাগরিক মঞ্চ ও সৃষ্টি নামে দুটি সংগঠন শ্রমিকদের এই আন্দোলনে যোগ দিয়েছে। সবমিলিয়ে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের উপর চাপ ক্রমশ বাড়ছে। গত ২১ দিন ধরে পর্যায়ক্রমে অনশন ধর্মঘট পালন করে আসছেন এই চা-বাগানের শ্রমিকরা। একাধিক ভাবে তাঁরা নিজেদের অনাদায়ী বোনাস, বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছেন।

জানা গিয়েছে, ১৬ অক্টোবর থেকে বাগানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ কর্তৃপক্ষ আচমকা বাগানটি বন্ধ করে চলে গেছেন। রিপোর্ট অনুযায়ী, ২০১৩ সাল থেকে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ১৬.২ কোটি টাকা এবং বেতন ও অন্যান্য সুবিধা-সহ প্রায় ২ কোটি টাকা শ্রমিকদের প্রাপ্য রয়েছে।

দীর্ঘ দিন ধরে প্রাপ্য টাকা না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাঁরা রিলে ধর্মঘট থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছেন।

সরকারি সূত্রে খবর, এই চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় শ্রম দফতর আগামী ৬ নভেম্বর কলকাতায় একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করেছে। সেখানে এই বোনাসের বাকি থাকা ৪ শতাংশ মেটানোর বিষয়ে আলোচনা হবে। এর আগেও দফতর পুজোর আগে বাগানের মালিকদের ১৬ শতাংশ বোনাস মেটানোর পরামর্শ দিয়েছিল।

শ্রমিকরা বর্তমানে ট্রেড ইউনিয়নের সমর্থনে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছেন, যাতে তাঁদের দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট সমস্ত মহলে চাপ সৃষ্টি করা যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

দার্জিলিঙে বৃষ্টিজনিত ধসের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা রয়েছে হিলকার্ট ও পাঙ্খাবাড়ি রোড। আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে। দুধিয়ার সেতু ভাঙায় মিরিকের রাস্তা আংশিক বন্ধ।

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।