Homeরাজ্যদার্জিলিংকার্শিয়াংয়ে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে প্যারা গ্লাইডিং পরিষেবা

কার্শিয়াংয়ে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে প্যারা গ্লাইডিং পরিষেবা

প্রকাশিত

কার্শিয়াংয়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) ও কার্শিয়াং অ্যারো ক্লাবের যৌথ উদ্যোগে এখানে চালু হতে চলেছে বাণিজ্যিক প্যারা গ্লাইডিং পরিষেবা। শনিবার জিটিএ প্রধান অনীত থাপা, সদস্য নবরাজ ছেত্রী, নুরি শেরপা এবং পরেশ তিরকির উপস্থিতিতে প্রথম উড়ল ৩টি প্যারা গ্লাইডার। এই নতুন উদ্যোগের মাধ্যমে কার্শিয়াংয়ের পর্যটন শিল্পে নবজাগরণ আশা করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

জানা গিয়েছে, প্যারা গ্লাইডিংয়ে উড়ানের সময় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে স্থায়ী হবে। ফ্লাইটের উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৪০ মিটার পর্যন্ত। প্যারা গ্লাইডারের দূরত্ব হবে এক কিলোমিটার পর্যন্ত। প্রাথমিকভাবে ১০টি গ্লাইডার নিয়ে এই পরিষেবা চালু হবে। ইতিমধ্যে প্রায় ২০টি পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়েছে এবং রবিবার, ২ জুন থেকে বাণিজ্যিকভাবে তা শুরু হবে। যাত্রীদের রোহিণীতে জিটিএ গেস্ট হাউসের কাছ থেকে তোলা হবে এবং ১০ মিনিট পর ফের সেখানে নামানো হবে।

জিটিএ চেয়ারম্যান অনীত থাপা জানান, “পর্যটন এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করে এবং কর্মসংস্থানের সুযোগ দেয়। প্যারা গ্লাইডিং পাহাড়ি পর্যটনকেই সাহায্য করবে। কার্শিয়াংয়ের পর পর্যটকরা দার্জিলিং, মিরিক যাবেন। পর্যটন দার্জিলিং পাহাড়ের মেরুদণ্ড।” তিনি আরও বলেন, “কয়েক বছর আগে কার্শিয়াংয়ে প্যারা গ্লাইডিংয়ের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অবতরণে সমস্যা হয়েছিল। গত এক বছর ধরে সাফল্যের পর আজ চালু হল।”

কার্শিয়াং অ্যারো ক্লাবের দুই সদস্য জানান, কার্শিয়াংয়ের একট বেসরকারি সংস্থা, কার্শিয়াং অ্যারো ক্লাব, জিটিএ পর্যটন বিভাগের সহযোগিতায় প্যারা-গ্লাইডিং পরিচালনা করবে৷ পেশাদার গ্লাইডিং পাইলট বা গ্লাইডাররা ২০০৭ সাল থেকে গ্লাইডিংয়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই পরিষেবার মাধ্যমে পর্যটকরা কার্শিয়াংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ এবং পর্যটকরা। তাঁদের আশা, এই পরিষেবা পর্যটনের নতুন দ্বার উন্মুক্ত করবে এবং কার্শিয়াংয়ের পর্যটনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

আরও পড়ুন

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।