Homeখবররাজ্যগরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

গরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

প্রকাশিত

শ্রয়ণ সেন

আতঙ্ক! আতঙ্ক! আতঙ্ক!

সমাজমাধ্যমের পাতা ওলটালেই গরম নিয়ে চূড়ান্ত আতঙ্কজনক খবর! মানুষ গরম অনুভব করবে কি, আগেই তো সেই খবর দেখে ভিরমি খেয়ে যাবে। ‘ভয়ংকর দাবদাহ’, ‘রাস্তায় বেরোলেই হিটস্ট্রোক’-এর মতো খবরে ছেয়ে রয়েছে আমাদের চারদিক।

তবে সত্যি কী জানেন! এখনও পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তাপপ্রবাহের কবলেই পড়েনি। অন্তত গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তাই বলছে। এই সময়কালে দক্ষিণবঙ্গের কোথায় কত পারদ ছিল এবং তা স্বাভাবিকের থেকে কতটা বেশি আসুন তা একবার দেখে নিই…  

আসানসোল- ৪০ (+২)
বাঁকুড়া- ৪১.২ (+৩)
বর্ধমান- ৪০ (+২)
মেদিনীপুর- ৪২.১ (+৫)
ঝাড়গ্রাম- ৪৩ (+৫)    
কৃষ্ণনগর- ৩৯.২ (+৩)
কলকাতা দমদম- ৩৯.৫ (+৩)
কলকাতা আলিপুর- ৩৯.৭ (+৪)
কলকাতা সল্টলেক- ৪০.৩ (+৪)
কলকাতা হাওড়া- ৩৯ (+৪)
পানাগড়- ৪১.৭ (+৩)
মুর্শিদাবাদ- ৪১.৪ (+৪)
পুরুলিয়া- ৪০.২ (+২)
শান্তিনিকেতন- ৩৯ (+২)

সর্বোচ্চ তাপমাত্রা যদি ওই সময়ের স্বাভাবিকের থেকে অন্তত পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে এবং তা চল্লিশ ডিগ্রির ওপরে রেকর্ড করা হয়, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলা হয়।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পারদ ৪০-এর ওপরে থাকলেও শুধুমাত্র মেদিনীপুর আর ঝাড়গ্রাম ছাড়া কোথাও তা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি ওপরে ছিল না। ফলে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার সব এলাকাতেই তাপমাত্রা চল্লিশের বেশ কিছুটা নীচে ছিল, তাই সেগুলো বিচার্যের মধ্যে আনিনি।

অনেক জায়গায় গরম সংক্রান্ত যে খবর করা হচ্ছে, তাতে তাপপ্রবাহের আগে ‘ভয়াবহ’ শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে। অথচ প্রকৃত অর্থে তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে সাত-আট ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ওঠে, সে ক্ষেত্রে ‘ভয়াবহ’ শব্দটি জুড়তে পারে। এখনও পর্যন্ত সেই পরিস্থিতি দক্ষিণবঙ্গে তৈরি হয়নি। গত ২৪ ঘণ্টায় মেদিনীপুর আর ঝাড়গ্রামে যেটা হয়েছে তাকে বড়োজোর সাধারণ তাপপ্রবাহ বলা যেতে পারে।

heat1

তবে হ্যাঁ, যা পরিস্থিতি তাতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি তাপপ্রবাহের মতো পরিস্থিতি এড়িয়ে গেলেও বাকি জেলায় তা শুরু হয়ে যাবে। কলকাতাতেও ছোটোখাটো তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তা চলবে অন্তত ২২ এপ্রিল পর্যন্ত।

কিন্তু এ বারের গরম যে গত বারের গরমের দাপটের থেকে কম, সেটা পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে। এ বার দেখে নিই গত বছর কোন জায়গায় কবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল

আসানসোল- ৪৩.৩ (১৯ এপ্রিল)
বাঁকুড়া- ৪৪.৩ (২০ এপ্রিল)
বর্ধমান- ৪৩.২ (১৮ এপ্রিল)  
মেদিনীপুর- ৪২ (২০ এপ্রিল)  
কৃষ্ণনগর- ৪১.২ (১৯ এপ্রিল)
কলকাতা দমদম- ৪১.৬ (১৭, ১৯ এপ্রিল)
কলকাতা আলিপুর- ৪১ (১৪ এপ্রিল)
কলকাতা সল্টলেক- ৪২.৬ (১৯ এপ্রিল)
কলকাতা হাওড়া- ৪০.৫ (১৯ এপ্রিল)
পানাগড়- ৪৩.৭ (১৯ এপ্রিল)
মুর্শিদাবাদ- ৪৪.৪ (১৯ এপ্রিল)
পুরুলিয়া- ৪৩.৬ (১৯ এপ্রিল)
শান্তিনিকেতন- ৪৩.৬ (২০ এপ্রিল)

এটা মাথায় রাখতে হবে যে গত বছর টানা ৯ দিন গোটা দক্ষিণবঙ্গ তাপপ্রবাহের কবলে ছিল। এর মধ্যে পাঁচ দিন কলকাতায় (১৩,১৪,১৭,১৯ এবং ২০ এপ্রিল) এবং টানা ন’দিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশের ওপরে ছিল। তুলনায় এই বছরে এখনও পর্যন্ত কলকাতার তাপমাত্রা চল্লিশ পেরোয়নি।  

তাই এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহ শুরু হলেও সামগ্রিক ভাবে তাপপ্রবাহ নেই। আর ‘ভয়াবহ’ তাপপ্রবাহ’ তো কোথাওই নেই।  

আরও একটা ভুল ধরিয়ে দিতে চাই। ‘দাবদাহ’ মানে কিন্তু জঙ্গলের আগুন, মানে দাবানল। তীব্র গরম বোঝানোর জন্য আমরা যে ‘দাবদাহ’ শব্দটি ব্যবহার করি তা সম্পূর্ণ ভুল। দক্ষিণবঙ্গের কোনো শহর কোনো দিনও ‘দাবদাহের’ কবলে পড়বে না কারণ এই সব শহরে কোনো জঙ্গলের অস্তিত্বই নেই। যদি তা থাকত, তা হলে তাপমাত্রার এই বৃদ্ধিটাও আটকানো যেত। তাই যারা আবহাওয়ার খবর করছেন, অনুরোধ করছি সঠিক শব্দটা ব্যবহার করুন।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

আগামী কয়েক দিন গরম আরও বাড়তে পারে, কিন্তু গরম পড়াও দরকার


সাম্প্রতিকতম

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

হোম লোন দ্রুত শোধ করার ৬টি সেরা টিপস

দ্রুত হোম লোন পরিশোধ করতে হলে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। ইএমআই বাড়ানো, প্রি-পেমেন্ট করা এবং সুদের হার পুনর্মূল্যায়ন করা ইত্যাদি কৌশলগুলি আপনাকে লোন দ্রুত শোধ করতে সাহায্য করবে।

আরও পড়ুন

আবারও কালীঘাটে বৈঠকের জন্য ডাক জুনিয়র ডাক্তারদের, মুখ্যসচিবের পক্ষ থেকে ইমেল, ‘লাইভ স্ট্রিমিং’ কি হবে?

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য আবারও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছে।

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?