Homeখবররাজ্যআজ শুরু দুয়ারে সরকার, এ বার আরও ৪টি নতুন প্রকল্পের পরিষেবা

আজ শুরু দুয়ারে সরকার, এ বার আরও ৪টি নতুন প্রকল্পের পরিষেবা

প্রকাশিত

কলকাতা: শনিবার (১ এপ্রিল) থেকে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির রাজ্যে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম ১০ দিন আবেদন জমা দেওয়া যাবে, আবেদনকারীদের পরিষেবা প্রদান করা হবে শেষের ১০ দিনে। উল্লেখযোগ্য ভাবে, মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে এ বার। 

অন্তর্ভুক্ত আরও ৪টি প্রকল্প

গত ফেব্রুয়ারি মাসে হাওড়ার পাঁচলায় একটি সভা থেকে মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন মাস অন্তর ‘দুয়ারে সরকার’ শিবির করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মতোই এপ্রিলে ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নবান্ন।

এ বারের দুয়ারে সরকার ক্যাম্পে যে চারটি নতুন প্রকল্পের পরিষেবা মিলবে সেগুলি হল বিধবা ভাতা, মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এর মধ্যে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হয়। মাইক্রো ইরিগেশন স্কিমের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হয়। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করা হয়েছে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির কথা ভেবে। এর আগে যে পাঁচটি দুয়ারে সরকার শিবির হয়েছে তাতে এই চারটি প্রকল্পের সুবিধা মিলত না। এ ছাড়াও খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো নানা প্রকল্পের সুবিধা আগের মতোই মিলবে।

এ বার বুথে বুথে দুয়ারে সরকার

এ বারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এ বার বুথে বুথে হবে দুয়ারে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বার দুয়ারে সরকার শিবির হবে প্রায় প্রত্যেকটি বুথে। মূলত গ্রামীণ এলাকাতেই শিবিরের ক্ষেত্রে এই পদ্ধতি মেনে চলা হবে বলে জানা গিয়েছে। অনেকের মতে, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই এ বার বুথ স্তরে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাতে পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মানুষের সঙ্গে রাজ্য সরকারের সরাসরি সংযোগ গড়ে ওঠে। এবং সরকারি পরিষেবাও তাঁদের কাছে পৌঁছে দেওয়া যায়।

টাস্ক ফোর্স গঠন

দুয়ারে সরকারে কোনো পরিষেবার জন্য আবেদন করলে তা যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থকে মাথায় রেখে ২৩ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। টাস্ক ফোর্সের সদস্য-সচিব করা হয়েছে পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে। সদস্য হিসাবে রাখা হয়েছে পঞ্চায়েত দফতরের আরও পাঁচ আধিকারিককে। কৃষি, শিক্ষা, শ্রম-সহ ১৬টি দফতরের সচিবদেরও এই টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে।

দুয়ারে সরকার কন্ট্রোল রুম

দুয়ারে সরকারের জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য সরকার। 1800345187 নম্বরে ফোন করে দুয়ারে সরকার সংক্রান্ত যে কোনও বিষয়ে সাহায্য চাইতে পারবেন আবেদনকারীরা। অভিযোগও জানানো যাবে এই নম্বরে ফোন করে। এই হেল্পলাইন নম্বর থেকে গাইড করা হবে কোন ক্যাম্পে কী কী সুবিধা মিলতে পারে তা নিয়েও। এ বার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা। 

ফোনে প্রচার

বুথে বুথে ‘দুয়ারে সরকারে’র জন্য এ বার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন ফোনের মাধ্যমে। আইভিআরএস (ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেম) পদ্ধতিতে আপাতত বাংলার প্রায় ৪ কোটি মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন যাবে। বুধবার বিকেল থেকে মুখ্যমন্ত্রীর ফোন শুরু হয়েছে। মোবাইলে ভেসে উঠছে ‘মমতা ব্যানার্জি কলিং’। মুখ্যমন্ত্রীর ফোন বার্তা, “নমস্কার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে রমজান মাস ও বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। ‘দুয়ারে সরকার’ শুরু হতে চলেছে ১ এপ্রিল থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। সকলে ভালো থাকবেন।”

ইতিমধ্যে উপকৃত ৬ কোটি ৭৭ লক্ষ

এর আগের একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সাল থেকে শুরু হওয়া এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ লক্ষ ৭১ হাজার ক্যাম্প করা হয়েছে। বিগত বছরগুলির দুয়ারে সরকার ক্যাম্পে ৯ কোটি মানুষ অংশ নিয়েছেন। এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৭৭ লক্ষ রাজ্যবাসী উপকৃত হয়েছেন।

চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুয়ারে সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনো না কোনো পরিষেবা তুলে দিতে পেরেছি”।

আরও পড়ুন: এমআইএস, সুকন্যা সমৃদ্ধি-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ল, দেখুন পূর্ণাঙ্গ তালিকা

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

আরজি করের ধাক্কা! এ বার রাজ্যের স্বাস্থ্যসচিবকে ১০ দফা নির্দেশিকা মুখ্যসচিবের

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করল নবান্ন।

দু’ঘণ্টা ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ, ডাকলে ফের আসবেন, জানিয়ে দিলেন মিনাক্ষী

সিজিও কমপ্লেক্সে মিনাক্ষী মুখোপাধ্যায়। ছবি: রাজীব বসু কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক...

সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে জামিন দিল কলকাতা হাইকোর্ট, ৫০০ টাকার বন্ডে মুক্তি

কলকাতা: সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। অডিও-কাণ্ডে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?