Homeখবররাজ্যনিয়মে বদল, এখন শুধু অনলাইনে তোলা যাবে নতুন ভোটারদের নাম, আধার কার্ডও...

নিয়মে বদল, এখন শুধু অনলাইনে তোলা যাবে নতুন ভোটারদের নাম, আধার কার্ডও বাধ্যতামূলক

এবার থেকে অফলাইনে নয়, শুধুমাত্র অনলাইনে ফর্ম-৬ পূরণ করেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। আধার কার্ড বাধ্যতামূলক। মৃত ভোটারের আধার সংক্রান্ত রিপোর্টেও কড়াকড়ি কমিশনের।

প্রকাশিত

ভোটার তালিকায় নাম তুলতে আর অফলাইনে আবেদন করা যাবে না। বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন নির্বাচন কমিশন পরিবর্তন করল বহুদিনের নিয়ম। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের শুধুমাত্র অনলাইনে ফর্ম-৬ পূরণ করেই নাম তুলতে হবে, কোনও অবস্থাতেই অফলাইন ফর্ম গ্রহণ করা হবে না।

অনলাইনেই বাধ্যতামূলক ফর্ম-৬, লাগবে আধার কার্ড

এত দিন ধরে অফলাইন এবং অনলাইন— দুই মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা ছিল। কিন্তু এবার সেই পথ বন্ধ। অনলাইনে আবেদন করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কারণ ‘ই-সাইন’-এর জন্য আধার-ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া প্রয়োজন।

আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এরপরই নতুন ভোটাররা অনলাইনে আবেদন করতে পারবেন।

মৃত ভোটারের তথ্য নিয়ে নজিরবিহীন কড়াকড়ি

পশ্চিমবঙ্গে মৃত ভোটারের আধার কার্ড সম্পর্কিত তথ্য চেয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ইউআইডিএআই (UIDAI) তথ্য-সহ রিপোর্ট জমা দিয়েছে। কমিশন এখন সেই তথ্য জেলাভিত্তিক সাজিয়ে রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠাবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, যদি কেউ মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম জমা দেন, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। না হলে জেলা নির্বাচনী আধিকারিক থেকে বুথ স্তরের আধিকারিক— সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের স্পষ্ট বার্তা— কোনওভাবেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা যাবে না। ৯ ডিসেম্বরের খসড়া তালিকাই জানিয়ে দেবে, কতজন মৃত ভোটারের নাম বর্তমানে তালিকায় রয়ে গিয়েছে।

যাঁদের ভোটার কার্ড আছে কিন্তু আধার নেই—এখনও ধোঁয়াশা

মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বহু মানুষের ভোটার কার্ড থাকলেও আধার কার্ড নেই। সেই সংখ্যা কম নয়। নিরাপত্তাজনিত কারণে খসড়া তালিকা প্রকাশের আগে এই সংখ্যাগুলি প্রকাশ করতে চায় না কমিশন।

কমিশনের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় কোনও মৃত ভোটারের নাম থাকবে না, এবং অনলাইন আবেদন প্রক্রিয়াই পুরো সিস্টেমকে আরও স্বচ্ছ করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।