ভোটার তালিকায় নাম তুলতে আর অফলাইনে আবেদন করা যাবে না। বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন নির্বাচন কমিশন পরিবর্তন করল বহুদিনের নিয়ম। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের শুধুমাত্র অনলাইনে ফর্ম-৬ পূরণ করেই নাম তুলতে হবে, কোনও অবস্থাতেই অফলাইন ফর্ম গ্রহণ করা হবে না।
অনলাইনেই বাধ্যতামূলক ফর্ম-৬, লাগবে আধার কার্ড
এত দিন ধরে অফলাইন এবং অনলাইন— দুই মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা ছিল। কিন্তু এবার সেই পথ বন্ধ। অনলাইনে আবেদন করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কারণ ‘ই-সাইন’-এর জন্য আধার-ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া প্রয়োজন।
আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এরপরই নতুন ভোটাররা অনলাইনে আবেদন করতে পারবেন।
মৃত ভোটারের তথ্য নিয়ে নজিরবিহীন কড়াকড়ি
পশ্চিমবঙ্গে মৃত ভোটারের আধার কার্ড সম্পর্কিত তথ্য চেয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ইউআইডিএআই (UIDAI) তথ্য-সহ রিপোর্ট জমা দিয়েছে। কমিশন এখন সেই তথ্য জেলাভিত্তিক সাজিয়ে রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠাবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, যদি কেউ মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম জমা দেন, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। না হলে জেলা নির্বাচনী আধিকারিক থেকে বুথ স্তরের আধিকারিক— সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের স্পষ্ট বার্তা— কোনওভাবেই মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা যাবে না। ৯ ডিসেম্বরের খসড়া তালিকাই জানিয়ে দেবে, কতজন মৃত ভোটারের নাম বর্তমানে তালিকায় রয়ে গিয়েছে।
যাঁদের ভোটার কার্ড আছে কিন্তু আধার নেই—এখনও ধোঁয়াশা
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বহু মানুষের ভোটার কার্ড থাকলেও আধার কার্ড নেই। সেই সংখ্যা কম নয়। নিরাপত্তাজনিত কারণে খসড়া তালিকা প্রকাশের আগে এই সংখ্যাগুলি প্রকাশ করতে চায় না কমিশন।
কমিশনের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় কোনও মৃত ভোটারের নাম থাকবে না, এবং অনলাইন আবেদন প্রক্রিয়াই পুরো সিস্টেমকে আরও স্বচ্ছ করবে।


