Homeখবররাজ্যভোটার ছবিতে এআই যাচাই: বাড়ি বাড়ি গিয়ে অ্যাপে ছবি তুলবেন বিএলওরা, নয়া...

ভোটার ছবিতে এআই যাচাই: বাড়ি বাড়ি গিয়ে অ্যাপে ছবি তুলবেন বিএলওরা, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে নতুন নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে ভোটারের ছবি তুলতে হবে বিএলওদের। এআই সফটওয়্যার দিয়ে নকল ভোটার শনাক্ত করা হবে। ভুল তথ্য দিলে বিএলএ ও বিএলও—উভয়েরই শাস্তির বিধান।

প্রকাশিত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। প্রতিটি বাড়িতে গিয়ে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে ভোটারদের ছবি তুলতেই হবে। প্রয়োজনে ভোটারের বাড়িতে দ্বিতীয় বারও যেতে হতে পারে বিএলওদের। যদিও এনুমারেশন ফর্মে পরিষ্কার ছবি লাগানো থাকলে নতুন ছবি তোলা বাধ্যতামূলক নয়। কমিশন জানিয়েছে, ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়, তবে চাইলে ভোটার যে কোনও মাপের ছবি ওই ফাঁকা স্থানে আটকাতে পারবেন। যাঁদের ছবি তোলা সম্ভব হবে না, তাঁদের পুরনো ছবিই ফর্মে থাকবে।

কমিশন জানিয়েছে, রাজ্যের প্রায় ৮০ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই সংগ্রহ করে ডিজিটাইজ করা হয়েছে। নকল বা ভুয়ো ভোটারের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছে কমিশন। ভোটারদের মুখের ছবির ভিত্তিতে তথ্য যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বলেই কমিশন জানিয়েছে। এর ফলে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রতিটি ভোটারের ছবি তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মৃত, স্থানান্তরিত বা যাঁদের নাম ভোটার তালিকায় দ্বিগুণ রয়েছে, তাঁদের তথ্য সঠিক ভাবে জানাতে হবে বিএলওদের। একইসঙ্গে প্রতিদিন ৫০টি পর্যন্ত ফর্ম জমা দেওয়া বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) স্পষ্ট জানাতে হবে যে ভোটাররা তাঁদের উপস্থিতিতে সই করেছেন এবং ফর্মে দেওয়া তথ্য সঠিক। বিএলএদের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরও নথিবদ্ধ করা বাধ্যতামূলক।

কমিশন সতর্ক করে জানিয়েছে, এনুমারেশন ফর্মে ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে। বিএলওরা যাচাই করে সই করার পরও যদি ফর্মে ভুল থাকে, তবে জনপ্রতিনিধিত্ব আইনের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিএলওরাই শাস্তির মুখে পড়তে পারেন। যেহেতু সমস্ত তথ্য এখন ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকবে, তাই ভুল বা জালিয়াতি সহজেই চিহ্নিত হবে।

ফর্ম ভরতে ভুল হলে কেবল একটি দাগ টেনে কেটে দিতে হবে এবং একই লাইনের খালি স্থানে সঠিক তথ্য লিখতে হবে। ফর্ম পাওয়া যায়নি এমন ভোটারদের জন্য আলাদা হেল্পলাইনও চালু করেছে কমিশন। ১৯৫০ বা ০৩৩-২২৩১-০৮৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য লিখে ৯৮৩০০৭৮২৫০ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও পদক্ষেপ হবে—৪৮ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।

গত ৪ নভেম্বর থেকে ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। বুথ স্তরের আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী ফর্ম বিলি ও সংগ্রহ করছেন এবং নির্দিষ্ট অ্যাপে তথ্য আপলোড করছেন। রবিবার রাত ৮টার কমিশনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।