কলকাতা: শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪) ভোর থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র তল্লাশি অভিযান শুরু। জানা যায়, দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতেও পৌঁছায় ইডি। মন্ত্রীর লেকটাউনের দু’টি বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
ইডি সূত্রে খবর, এদিন ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় একাধিক টিম। সকাল ৭টার কিছু আগেই একটি টিম পৌঁছে যায় লেক টাউনে। সেখানে রাজ্যের দমকল মন্ত্রী তথা শাসক দল তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়িতে হানা দেন তদন্তকারীরা।
ঘটনায় প্রকাশ, বেশ কয়েকজন আধিকারিক সোজা পৌঁছে যান মন্ত্রীর দরজায়। বাড়ির চারপাশ ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। দীর্ঘ ডাকাডাকির পর দরজা খোলে।
পাশাপাশি, এ দিন সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার আরও দুই জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল সন্দেশখালিতে। প্রায় একই দৃশ্য দেখা গিয়েছিল বনগাঁতেও। তবে এ দিন এখনও পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি নেই।
বিস্তারিত আসছে…