কলকাতা: তালডাংরা উপনির্বাচনের প্রচারে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহারের প্রসঙ্গে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন।
গত বৃহস্পতিবার তালডাংরায় সুকান্তের মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে, যার ভিত্তিতে কমিশনের তরফ থেকে নোটিস জারি করা হয়। কমিশন নির্দেশ দিয়েছে, সোমবার রাত ৮টার মধ্যে সুকান্তকে এ প্রসঙ্গে জবাব দিতে হবে।
তালডাংরায় প্রচারে গিয়ে সুকান্ত অভিযোগ করেন, তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে। তিনি বলেন, “পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ খুলে হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।”
সুকান্ত আরও বলেন, “ভোটে আমাদের আসল লড়াই তৃণমূলের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না।”
এই মন্তব্যকে পুলিশের প্রতি এবং জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক দাবি করেছে তৃণমূল। শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সাকেত গোখলে এবং সুস্মিতা দেবকে নিয়ে একটি প্রতিনিধি দল কমিশনের কাছে সুকান্তের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এ দিকে, সোমবার নৈহাটিতে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ব্যস্ত থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে জবাব পাঠানোর কথা জানিয়েছেন সুকান্ত।
আরও পড়ুন: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, দক্ষিণে দু’দিন পর থেকে পারদপতন