রাজ্যের ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য সুখবর। বুধবার নবান্নে অর্থদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতদিন তাঁরা মাসিক ১২,০০০ টাকা বেতন পেতেন। এবার থেকে তাঁদের বেতন বেড়ে দাঁড়াবে ১৫,০০০ টাকা।
নবান্নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বেতন বৃদ্ধি নভেম্বর মাস থেকেই কার্যকর হবে। ফলে মোট ৮১৮ জন কর্মী এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাজেট বক্তৃতায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার।
প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে প্রচুর চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত রয়েছেন। এই পদক্ষেপে ইএসআই কর্মীদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
চলতি অর্থবর্ষে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই বরাদ্দের আওতায় এবার ইএসআই-তে চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হল। বড়দিনের আগে এই ঘোষণায় খুশির আবহ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।
আরও খবর পড়ুন