Homeখবররাজ্যইএসআই-তে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার

ইএসআই-তে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার

প্রকাশিত

রাজ্যের ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য সুখবর। বুধবার নবান্নে অর্থদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইএসআই-তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতদিন তাঁরা মাসিক ১২,০০০ টাকা বেতন পেতেন। এবার থেকে তাঁদের বেতন বেড়ে দাঁড়াবে ১৫,০০০ টাকা।

নবান্নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বেতন বৃদ্ধি নভেম্বর মাস থেকেই কার্যকর হবে। ফলে মোট ৮১৮ জন কর্মী এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাজেট বক্তৃতায় চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার।

প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে প্রচুর চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত রয়েছেন। এই পদক্ষেপে ইএসআই কর্মীদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

চলতি অর্থবর্ষে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই বরাদ্দের আওতায় এবার ইএসআই-তে চতুর্থ শ্রেণির কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হল। বড়দিনের আগে এই ঘোষণায় খুশির আবহ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।

আরও খবর পড়ুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।