বীরভূম : চলতি বছরই পঞ্চায়েত নির্বাচন। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি দিনক্ষণ। এই পরিস্থিতিতে জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বীরভূম জেলায় রয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাঁর উপস্থিতিতেই গঠন হয়ে গেল তৃণমূলের কোর কমিটি।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকেই ঠিক হয়ে যায় সদস্য সংখ্যা বাড়ানো হবে কোর কমিটির। এরপরেই ঘোষনা করা হয় একাধিক নাম। আগে যেখানে কোর কমিটির দায়িত্বে ছিলেন ৪ জন এখন সেই দায়িত্ব গিয়ে পড়েছে ৭ জনের কাঁধে।
কোর কমিটির দায়িত্বে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, রামপুরহাটে বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। এবার এই কমিটিতে যুক্ত হলেন বোলপুরের লোকসভা সাংসদ অসিত মাল, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দি রায়, নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ।
রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই গঠন করা হল কোর কমিটি। অনুব্রতহীন বীরভূমের সংগঠনে যাতে কোনওরকম আঁচ না আসে সে কারণেই এই উদ্যোগ।
আরও পড়ুন : বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কেরলের ঘটনায় চাঞ্চল্য
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।