Homeখবররাজ্যসোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

সোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

প্রকাশিত

কলকাতা: সোমবার সকাল পর্যন্ত ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। শনিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়  ‘বাইল্য়াটারেল নিউমোনিয়া‘য় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এ দিন সকালেই তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এ দিন সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি হয়েছে কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ঠিক করা হবে। এমনিতে এখন অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব বেশি ওঠা-নামা করছে না। আপাতত জ্বর নেই বুদ্ধদেববাবুর।

বুদ্ধদেববাবুর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক আশিস পাত্র সংবাদ মাধ্যমের কাছে জানান, অ্যান্টি বায়োটিক চলছে। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। কথা শুনতে ও বুঝতে পারছেন। এদিন সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যানের সঙ্গে সঙ্গে আর কিছু রক্তপরীক্ষা হয়েছে। এ ছাড়া হয়েছে এবিজি স্ক্যান অর্থাৎ আর্টারি ব্লাড গ্যাস অ্যানালিসিস।

উল্লেখ্য, রবিবার রাত পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনকই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের মতে, তিনি এখনও বিপন্মুক্ত নন। বরং, সঙ্কটজনকই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা। 

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের খাবার খাওয়ার পরেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এর পরই তড়িঘড়ি বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে আলিপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে কলকাতা পুলিশ বালিগঞ্জ থেকে আলিপুরের ওই বেসরকারি হাসপাতাল পর্যন্ত ‘গ্রিন করিডর’ করার ব্যবস্থা করে। দ্রুত ‘ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে’ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুদ্ধদেবকে।

আরও পড়ুন: ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, ‘বাইল্যাটারাল নিউমোনিয়া’য় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

আরও পড়ুন

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।