Homeখবররাজ্যসোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

সোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

প্রকাশিত

কলকাতা: সোমবার সকাল পর্যন্ত ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। শনিবার বিকেলে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়  ‘বাইল্য়াটারেল নিউমোনিয়া‘য় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এ দিন সকালেই তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এ দিন সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি হয়েছে কি না, তা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে ঠিক করা হবে। এমনিতে এখন অক্সিজেন স্যাচুরেশন লেভেল খুব বেশি ওঠা-নামা করছে না। আপাতত জ্বর নেই বুদ্ধদেববাবুর।

বুদ্ধদেববাবুর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসক আশিস পাত্র সংবাদ মাধ্যমের কাছে জানান, অ্যান্টি বায়োটিক চলছে। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। কথা শুনতে ও বুঝতে পারছেন। এদিন সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যানের সঙ্গে সঙ্গে আর কিছু রক্তপরীক্ষা হয়েছে। এ ছাড়া হয়েছে এবিজি স্ক্যান অর্থাৎ আর্টারি ব্লাড গ্যাস অ্যানালিসিস।

উল্লেখ্য, রবিবার রাত পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনকই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের মতে, তিনি এখনও বিপন্মুক্ত নন। বরং, সঙ্কটজনকই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা। 

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের খাবার খাওয়ার পরেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এর পরই তড়িঘড়ি বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তাঁকে আলিপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে কলকাতা পুলিশ বালিগঞ্জ থেকে আলিপুরের ওই বেসরকারি হাসপাতাল পর্যন্ত ‘গ্রিন করিডর’ করার ব্যবস্থা করে। দ্রুত ‘ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে’ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুদ্ধদেবকে।

আরও পড়ুন: ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, ‘বাইল্যাটারাল নিউমোনিয়া’য় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী

সাম্প্রতিকতম

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

আরও পড়ুন

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...