শেষ পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ। পৌষ মাসের শেষ দিনে এ বারের মতো গঙ্গাসাগর থেকে ফেরার পালা। পুণ্য লাভের আশায় সাগরে ডুব দিয়ে বাড়ি ফেরার তৎপরতা পুণ্যার্থীদের।

কপিল মুনির আশ্রমে পুজো দেন রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি: রাজীব বসু

গঙ্গাসাগরের পুণ্যস্নান সারলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছবি: রাজীব বসু

সাগরে পুণ্যস্নান করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ছবি: রাজীব বসু

দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। এ বার ফেরার পালা। ছবি: রাজীব বসু
