Homeখবররাজ্যপঞ্চায়েত ভোটে রাস্তায় রাজ্যপাল! কী 'আশা' করেছিলেন, আর কী পেলেন সিভি আনন্দ...

পঞ্চায়েত ভোটে রাস্তায় রাজ্যপাল! কী ‘আশা’ করেছিলেন, আর কী পেলেন সিভি আনন্দ বোস

প্রকাশিত

কলকাতা: পঞ্চায়েত ভোটে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)-কে। ভোটের আগে থেকেই তিনি রাজ্যকে ইঙ্গিতবাহী বার্তা দিয়ে সফর করেছিলেন রাজ্যের বিভিন্ন এলাকায়। শনিবার ভোটগ্রহণের দিনেও তাঁকে দেখা গেল স্বমহিমায়। ভোটের দিন রাস্তায় নেমে তাঁর বার্তা, “ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়”।

শনিবার, উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। হিংসার ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন এবং ভোটারদের সঙ্গেও কথা বলেন তিনি। যা অত্যন্ত নজিরবিহীন।

এদিন সকাল ৭ টা নাগাদ রাজভবন থেকে বের হন রাজ্যপাল। বুথে বুথে যান তিনি। খতিয়ে দেখেন পরিস্থিতি। অশান্তিপ্রবণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ শুনে নেন। সকালেই কল্যাণী হাইওয়ে দিয়ে বাসুদেবপুর যাওয়ার সময় বারাকপুর এক নম্বর ব্লকের কাউগাছি-২ পঞ্চায়েতের সিপিএম ও বিজেপির প্রার্থীরা তাঁর গাড়ি আটকায়। অভিযোগ জানানো হয় যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সিপিএম ও বিজেপি প্রার্থীকে রাজভবনের পিস রুমের দুটো নম্বার দিয়ে বললেন বিস্তারিত অভিযোগ জানাতে বলেন। 

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছিলাম। কিন্তু চতুর্দিকে খুন হচ্ছে। মানুষ জানিয়েছে গুন্ডারা ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। প্রিসাডিং অফিসারও কোনো কোনো সময় সহায়তা করছেন না। এটা বন্ধ হওয়া দরকার। ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। সকলকে বলব গণতন্ত্রের নিয়ম মেনেই ভোট দিন”।

এই প্রথম বার রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসার সমস্যা মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে রাজভবনকে। সাধারণ মানুষের অভিযোগের সমাধানের জন্য নিজের সরকারি বাসভবনে একটি “পিস হোম” খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ভোটের আগে ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। যেখানেই অশান্তির অভিযোগ উঠছে, সেখানেই চলে গিয়েছেন তিনি। এ ব্যাপারে শাসক দলের অভিযোগ, রাজ্যপাল একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি বলেন, “প্রচার শেষের সুযোগ নিয়ে ইঁদুরের মতো গর্ত দিয়ে ঢুকে তিনি ক্ষতি করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর এই রাজনীতি সফল হবে না”।

আরও পড়ুন: পঞ্চায়েতে প্রাণহানি, অধিকাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

নজরে নিরাপত্তা, ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাবে বিধাননগর পুলিস

বিধাননগর কমিশনারেটের এলাকায় পুলিস অপরাধ তদন্তে এবার ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাতে চাইছে। প্রতিটি থানায় সিসি ক্যামেরার তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?