Homeখবররাজ্যপঞ্চায়েত মামলার নিষ্পত্তিতে সব সিসিটিভি ফুটেজ দেখবেন বিচারপতি অমৃতা সিনহা

পঞ্চায়েত মামলার নিষ্পত্তিতে সব সিসিটিভি ফুটেজ দেখবেন বিচারপতি অমৃতা সিনহা

প্রকাশিত

কলকাতা: দেড় মাসের বেশি সময় কেটে গিয়েছে পঞ্চায়েত ভোটের। তবে এখনও নিষ্পত্তি হয়নি ভোট সম্পর্কিত একাধিক মামলার। বুথ ও গণনা কেন্দ্রে গোলমাল, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স লুঠ, মারামারি। এ রকম যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। আগামী শনিবার (২ সেপ্টেম্বর) ওই সব ফুটেজ দেখবেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

সোমবার একাধিক পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শুনানি চলাকালীন সিসিটিভি ফুটেজ দেখার কথা জানিয়েছেন তিনি। আদালত সূত্রে খবর, এইসব মামলার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে রেজিস্ট্রার জেনারেলের অফিসে। সেগুলি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যতিক্রমী ভাবেই সিসিটিভি ফুটেজ দেখার জন্য ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই ওই ফুটেজ দেখবেন বিচারপতি। এ বিষয়ে তিনি বলেন, এমন বেশ কিছু মামলা রয়েছে, যেগুলির রায় দিতে হলে ওইসব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

এমনিতে পঞ্চায়েত ভোট নিয়ে অত্যধিক মামলায় বিরক্ত হয়েছে হাইকোর্ট। একাধিক ভিডিও উপস্থাপিত হওয়ার পরে বিচারপতি সিনহার এজলাসে একের পর এক ধমক খেয়েছেন সরকারি আধিকারিকরা। ব্যালট পেপার লিক হয়ে যাওয়া নিয়ে তাঁর কড়া পর্যবেক্ষণ অনেকেই মনে রেখেছেন। সরকারি আধিকারিকের চাকরি জীবনে সমস্যা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাঁর মন্তব্য, গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কিছু শোনা হবে না।

অন্য দিকে, বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হওয়া সব মামলা শুনতে গেলে আগামী পঞ্চায়েত নির্বাচন এসে যাবে। পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা শুনবে?

আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজ চোপড়ার

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...