Homeখবররাজ্যপ্রবল গরমে পুড়ছে বাংলা, অস্বস্তিকর আবহাওয়া আর কত দিন

প্রবল গরমে পুড়ছে বাংলা, অস্বস্তিকর আবহাওয়া আর কত দিন

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: জুনের শুরু থেকেই তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।

১১ জেলায় তাপপ্রবাহের সর্তকতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি, এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

১০ জুন পর্যন্ত একই রকম

এ দিনও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ বা এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। কোথাও কোথাও সাময়িক ঝড় -বৃষ্টি হলেও এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে।

চিকিৎসকদের পরামর্শ

তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।