কলকাতা: জুনের শুরু থেকেই তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।
১১ জেলায় তাপপ্রবাহের সর্তকতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি, এ দিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
১০ জুন পর্যন্ত একই রকম
এ দিনও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্য দিকে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ বা এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। কোথাও কোথাও সাময়িক ঝড় -বৃষ্টি হলেও এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে।
চিকিৎসকদের পরামর্শ
তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।