আগামী ১৯-২০ মার্চ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তার আগে চরম গরমের সম্মুখীন হতে পারে রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গুজরাট, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে উত্তপ্ত বায়ু প্রবাহের কারণে পশ্চিমবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে।
কলকাতায় ১৫ থেকে ১৮ মার্চের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে, যা এই মরশুমের অন্যতম উষ্ণতম সময় হতে পারে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই থাকতে পারে। তবে ভোরের দিকে আবহাওয়া মনোরম থাকবে, কিন্তু বেলা বাড়তেই অস্বস্তিকর গরম অনুভূত হবে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে শুকনো এবং গরম বাতাস বইবে। তবে ১৯-২০ মার্চ থেকে কালবৈশাখীর সম্ভাবনা থাকায় কিছুটা স্বস্তির আশা করা হচ্ছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের প্রকোপ সহ্য করতে হলেও কালবৈশাখীর সম্ভাবনা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

