Home খবর রাজ্য নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার জের, কর্মরত মহিলাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ...

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার জের, কর্মরত মহিলাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ হাইকোর্টের

0

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক’দিন আগেই চাঞ্চল্য ছড়ায়। এর পর কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের সচিবকে সিনিয়র আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। এই টিম পর্যালোচনা করে দেখবে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা যায় এবং পরে একটি খসড়া তৈরি করে তা গোটা রাজ্যে কার্যকর করতে হবে।

রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, ইতিমধ্যে ‘রাত্তিরের সাথী’ প্রকল্প চালু করা হয়েছে, যা মেডিক্যাল কলেজ, হোস্টেল-সহ বিভিন্ন স্থানে কর্মরত মহিলাদের নিরাপত্তার জন্য কার্যকর। পাশাপাশি, নিউটাউনের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় বিশেষ নিরাপত্তা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা:

১. কলেজ মোড়, ওয়েবেল মোড়, এসডিএফ, আরডিবি-সহ গুরুত্বপূর্ণ এলাকায় মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২. সংবেদনশীল জায়গাগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে অপরাধের সুযোগ না থাকে।

৩. পুলিশি টহল জোরদার করা হয়েছে, মহিলা বাহিনী ‘উইনার্স’ দল নিয়মিত নজরদারি চালাচ্ছে।

৪. গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষের সহযোগিতায় নজরদারি বাড়ানো হয়েছে।

৫. ‘বাঘিনী’ প্রকল্পের মাধ্যমে আইটি সেক্টরে কর্মরত মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

৬. মহিলা বাহিনীর ‘উইনার্স’ দল গাড়ি ও বাইক নিয়ে এলাকায় টহল দিচ্ছে।

৭. আরটি ভ্যানের মাধ্যমে পুলিশ টহল দিচ্ছে।

মামলাকারীর দাবি ছিল, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেছে। আদালতের নির্দেশ, পশ্চিমবঙ্গেও তেমন একটি নির্দেশিকা তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version