প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এবারের আয়োজক পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বড় ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। পিসিবি প্রেসিডেন্ট মোহসিন নকভি জানিয়েছেন, জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আলি জাফর, আইমা বেগ ও আরিফ লোহারের পারফরম্যান্স উপভোগ করবেন দর্শকরা।
গাদ্দাফি স্টেডিয়ামে চারটি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজন করা হবে, যার মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারির ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ এবং ৫ মার্চের সেমিফাইনাল। অন্যদিকে, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সূচি
- ১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
- ২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
- ২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
- ২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
- ২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই
- ২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
- ২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
- ২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
- ২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি
- ২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
- ১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
- ২ মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
- ৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
- ৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর
- ৯ মার্চ: ফাইনাল, লাহোর (তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচ হবে দুবাইতে)
পাকিস্তান স্কোয়াড
মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তাইয়্যব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সলমন আলি আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।