Homeখবররাজ্যছবির পর আসতে পারে ভিডিও, দলবদলের জল্পনায় জল ঢেলেও দাবি হিরণের

ছবির পর আসতে পারে ভিডিও, দলবদলের জল্পনায় জল ঢেলেও দাবি হিরণের

প্রকাশিত

কলকাতা: তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দাবি করলেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন, ‘বিজেপিতেই আছি, থাকব’।

হিরণের দাবি, পাল্টা দাবি তৃণমূলের

শনিবার সাংবাদিক বৈঠকে হিরণ বলেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, তা বিকৃত করা হয়েছে। তিনি অন্য কোনো দলে যাচ্ছেন না। বিজেপিতেই থাকছেন। তৃণমূলের নেতাদের এখন চোর অপবাদ শুনতে হচ্ছে। তৃণমূলে যাওয়ার প্রশ্নই উঠছে না। উল্টে তাঁর দাবি, তৃণমূলে অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন।

তাঁর মতে, বিজেপিকে আঘাত করতেই এই পরিকল্পনা করা হয়েছে। হিরণের সংযোজন, ‘‘শুধু ছবি কেন এর পর ভিডিয়োও আসতে পারে।’’

হিরণের কথায়, “তৃণমূলের সৎ নেতারা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন। সকলেই চোরের দলে নাম লিখিয়েছেন। তবে যাঁরা সততার সঙ্গে রাজনীতি করছেন তাঁরা বিজেপিতে আসছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন”।

অন্য দিকে, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘ও (হিরণ) আমার সঙ্গে অভিষেকের দফতরে গিয়েছিল। এতে কোনও ভুল নেই। যে ছবিটি প্রকাশ পেয়েছে তা ১০০ শতাংশ সত্যি। তাতেও কোনও ভুল নেই।’’ এ প্রসঙ্গে তৃণমূল নেতার আরও সংযোজন, ‘‘ওকে বলা হয়েছে, এখন তোমাকে অপেক্ষা করতে হবে। ও তো আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ও।’’

হিরণের নিশানায় দেব!

একই সঙ্গে তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেতা দেবকে আক্রমণ করে হিরণ বলেন, “মাননীয় সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। সেজন্য তাঁকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে। সেই কেস চলছে। সেই কেসে যদি দোষী সাব্যস্ত হন, যদি তাঁকে জেলে হয়, তাহলে আমার সবথেকে দুশ্চিন্তা থাকবে মিঠুনদা’কে (প্রজাপতি সিনেমায় দেব এবং মিঠুন একসঙ্গে কাজ করেছেন) নিয়ে”।

এ রকম এক চাঞ্চল্যকর অভিযোগের পর দেব যদি মামলা করেন তা হলে কী হবে? হিরণ বলেন, “মামলা করতেই পারেন। তবে দেব যদি বলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বা তিনি নির্দোষ হন তাহলে দেবের পাশে দাঁড়াব”।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, তৃণমূল অফিসের সোফায় বসে রয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কানে মোবাইল। ওই একই সোফায় কিছুটা দূরে মোবাইল হাতে নিয়ে বসে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। হিরণের দলবদলের জল্পনার মাঝে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল তোলপাড়। অজিতের সঙ্গে হিরণের ছবি ছড়িয়ে পড়ার পরই হিরণের পদ্ম ফুল ছেড়ে জোড়াফুল শিবিরে ফেরার জল্পনা জোরালো হয়।

আরও পড়ুন: প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি, ত্রিপুরা ধরে রাখতে বাংলার কৌশল!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

আরও পড়ুন

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।