Homeরাজ্যহুগলিচন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

প্রকাশিত

হুগলির চন্দননগর ও বাঁশবেড়িয়া সহ একাধিক এলাকায় আগামী ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই শুরু হবে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) পরিষেবা। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)-এর তরফে জানানো হয়েছে, রাজরামবাই (মোগরা) থেকে শ্বেতপুর মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের কাজ শেষ হলেই সরবরাহ শুরু হবে।

এরই পাশাপাশি, হুগলির মোগরার কাছে ঝাপায় ইতিমধ্যেই একটি সিএনজি মাদার স্টেশন তৈরি করেছে BGCL। চলতি বছরের অক্টোবরের শেষেই চালু হবে সেই স্টেশন। BGCL-র সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, “ঝাপা মাদার স্টেশন থেকে প্রতিদিন ১৫ টন সিএনজি সরবরাহ করা হবে। এর ফলে মোট দৈনিক সরবরাহ বেড়ে দাঁড়াবে ৫০ টনে, যা এখন ৩৫ টন।”

BGCL হলো গেইল ও রাজ্য সরকারের মালিকানাধীন গ্রেটার কলকাতা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের যৌথ উদ্যোগ। বর্তমানে সংস্থাটি কলকাতা পুরসভার এলাকা ছাড়াও হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে সিএনজি ও পিএনজি সরবরাহের একমাত্র লাইসেন্সধারী।

কোম্পানির তরফে জানানো হয়েছে, মিডিয়াম ডেনসিটি পলিথিলিন (MDPE) পাইপ নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করা হবে পিএনজি। ইতিমধ্যেই চন্দননগরে ৫৮ কিলোমিটার এবং বাঁশবেড়িয়ায় ৩২ কিলোমিটার নেটওয়ার্ক তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ে চন্দননগর, বাঁশবেড়িয়া, কোদালিয়া ও দেবানন্দপুর গ্রামপঞ্চায়েতে শুরু হবে এই পরিষেবা।

BGCL-র পক্ষ থেকে ইতিমধ্যেই ১,২৫০টি গ্যাস মিটার বসানো হয়েছে। সংস্থার লক্ষ্য, শুধুমাত্র হুগলি জেলায় ৭৪ হাজার গ্রাহক তৈরি করা। মোট কম্যান্ড এরিয়ায় (গ্রেটার কলকাতা) প্রায় ১২.১৮ লক্ষ ভোক্তাকে পিএনজি পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে ৫৮টি শূন্যপদে নিয়োগ হবে। স্নাতক ও এমবিএ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ৯ অক্টোবরের মধ্যে। জেনে নিন যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।

শক্তি হারিয়ে দূর্বল হয়েছে নিম্নচাপ, তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণ, কলকাতায় কি বৃষ্টি হবে?

ওড়িশা উপকূলে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের নিষেধ, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

আরও পড়ুন

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।

হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলায় সাধু-ভক্ত সমাবেশ, এসেছিলেন তারকা-সাংসদ রচনাও   

খবর অনলাইন ডেস্ক: এক দিকে ‘যুক্তবেণী’র মহাকুম্ভমেলায় মাঘী পূর্ণিমায় যখন শাহী স্নান হল, ঠিক...

সিঙ্গুর আন্দোলন লোকাল ‘বন্ধের’ প্রতিবাদে বিক্ষোভ, নতুন বছরের শুরুতেই উত্তাল সিঙ্গুর

সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ। মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ অব্যাহত।