Homeরাজ্যহুগলিইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

প্রকাশিত

ইন্ডিয়া জোট যদি সরকার গড়ে তবে কী অবস্থান হবে তৃণমূল কংগ্রেস তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ার সভা থেকে মমতা জানিয়ে দেন, ইন্ডিয়া জোট সরকার গড়লে বাইরে থেকে সমর্থন জানাবে তৃণমূল।

তিনি বলেন,‘ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে আমরা সরকার গঠন করে দেব। যাতে আমার বাংলার মা-বোনেদের যাতে কোনও অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনও অসুবিধা না হয়।’

পঞ্চম দফা ভোটের আগেই ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। কেন তিনি মনে করছেন ইন্ডিয়া জোট সরকার গড়বে, তা আগেই স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, ‘চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা খুব একটা বেশি নেই । অনেক চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না।’

প্রসঙ্গক্রমে তিনি ২০০৪ সালে বাজপেয়ী সরকারে পতন নিয়েও চুঁচুড়ার সভা থেকে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘অটলজি শ্রদ্ধেয় মানুষ ছিলেন। সেই সময় আমরা ঝুঝতে পারিনি সরকারটা চলে যাবে। শাইনিং ইন্ডিয়া স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ ভিতরে ভিতরে ঠিক করে নিয়েছিল।’

২০০৪ সালের দিল্লিতে সরকার গঠন করে ইউপিএ। সে সরকারের অন্যতম নিয়ন্ত্রক ছিল বামেরা। তারা সরকারে যোগ দেয়নি বাইরে থেকে সমর্থন দিয়েছিল। সেই লাইনেই এবার হাঁটতে চলেছে তৃণমূল। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে বামেদের মতো বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল।

আরও পড়ুন। দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

কেবিসি প্রতিযোগী জয়ন্ত দুলির পরিবারের জন্য নিজ খরচে শৌচাগার তৈরি করলেন অমিতাভ বচ্চন। হুগলির গগাটের আগাই গ্রামের দুলিদের ঘরে এখন ‘মর্যাদার প্রাচীর’— যেখানে লেখা, “Gifted by Mr Amitabh Bachchan।”

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

হুগলির চন্দননগর, বানসবরিয়া ও আশপাশের এলাকায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)। এর আগে ঝাপায় চালু হচ্ছে নতুন সিএনজি মাদার স্টেশন।