ইন্ডিয়া জোট যদি সরকার গড়ে তবে কী অবস্থান হবে তৃণমূল কংগ্রেস তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ার সভা থেকে মমতা জানিয়ে দেন, ইন্ডিয়া জোট সরকার গড়লে বাইরে থেকে সমর্থন জানাবে তৃণমূল।
তিনি বলেন,‘ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে আমরা সরকার গঠন করে দেব। যাতে আমার বাংলার মা-বোনেদের যাতে কোনও অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনও অসুবিধা না হয়।’
পঞ্চম দফা ভোটের আগেই ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। কেন তিনি মনে করছেন ইন্ডিয়া জোট সরকার গড়বে, তা আগেই স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, ‘চার দফায় যে ভোটগ্রহণ হয়েছে তাতে বিজেপি হারবে। বাকি তিন দফাতেও জেতার সম্ভাবনা খুব একটা বেশি নেই । অনেক চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না।’
প্রসঙ্গক্রমে তিনি ২০০৪ সালে বাজপেয়ী সরকারে পতন নিয়েও চুঁচুড়ার সভা থেকে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘অটলজি শ্রদ্ধেয় মানুষ ছিলেন। সেই সময় আমরা ঝুঝতে পারিনি সরকারটা চলে যাবে। শাইনিং ইন্ডিয়া স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ ভিতরে ভিতরে ঠিক করে নিয়েছিল।’
২০০৪ সালের দিল্লিতে সরকার গঠন করে ইউপিএ। সে সরকারের অন্যতম নিয়ন্ত্রক ছিল বামেরা। তারা সরকারে যোগ দেয়নি বাইরে থেকে সমর্থন দিয়েছিল। সেই লাইনেই এবার হাঁটতে চলেছে তৃণমূল। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে বামেদের মতো বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল।
আরও পড়ুন। দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর