Homeরাজ্যহুগলিসিঙ্গুর আন্দোলন লোকাল 'বন্ধের' প্রতিবাদে বিক্ষোভ, নতুন বছরের শুরুতেই উত্তাল সিঙ্গুর

সিঙ্গুর আন্দোলন লোকাল ‘বন্ধের’ প্রতিবাদে বিক্ষোভ, নতুন বছরের শুরুতেই উত্তাল সিঙ্গুর

প্রকাশিত

হাওড়া থেকে সিঙ্গুরগামী ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ ট্রেনটির যাত্রাপথ সম্প্রসারণের প্রতিবাদে উত্তাল হল সিঙ্গুর স্টেশন। বুধবার ভোর থেকেই তৃণমূল নেতা এবং সিঙ্গুরের বাসিন্দারা ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী এবং সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।

সকাল ৬টা ৪৫ মিনিটে সিঙ্গুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছতেই বেচারাম মান্না, তাঁর স্ত্রী ও হরিপালের বিধায়ক করবী মান্না এবং তৃণমূল কর্মীরা ট্রেনটির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ ট্রেনটির যাত্রাপথ কোনও মতেই বদলানো যাবে না।

বেচারাম মান্না বলেন, “সিঙ্গুরের মানুষের সম্মান জানিয়ে এই ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের নতুন সিদ্ধান্ত সিঙ্গুরবাসীর আবেগের ওপর আঘাত করছে। যতক্ষণ না রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন বন্ধ করা হচ্ছে না। বরং ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে একটি ট্রেনকে হরিপাল এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, লোকাল ট্রেনের কোনও নাম হয় না, বরং নির্দিষ্ট নম্বরের মাধ্যমেই তারা পরিচিত।

তবে সিঙ্গুরবাসীর ক্ষোভ এতে থামেনি। তাদের বক্তব্য, এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের ঐতিহ্য এবং আবেগ জড়িয়ে রয়েছে। সিঙ্গুর স্টেশনে জমায়েত হওয়া স্থানীয় বাসিন্দারা ট্রেনটির নাম ও যাত্রাপথ অক্ষুণ্ণ রাখার দাবিতে অনড়।

সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটি ২০০৯ সালে চালু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। জমি আন্দোলনের সময় সিঙ্গুরের কৃষকদের লড়াইকে সম্মান জানিয়ে এই ট্রেনের নাম রাখা হয় ‘আন্দোলন লোকাল’।বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র সিঙ্গুরের মানুষের জন্য সমস্যার কারণ নয়, বরং এটি সিঙ্গুর আন্দোলনের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা।

তৃণমূল নেতৃত্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। ফলে সিঙ্গুর লোকাল ইস্যুতে উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

কেবিসি প্রতিযোগী জয়ন্ত দুলির পরিবারের জন্য নিজ খরচে শৌচাগার তৈরি করলেন অমিতাভ বচ্চন। হুগলির গগাটের আগাই গ্রামের দুলিদের ঘরে এখন ‘মর্যাদার প্রাচীর’— যেখানে লেখা, “Gifted by Mr Amitabh Bachchan।”

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

হুগলির চন্দননগর, বানসবরিয়া ও আশপাশের এলাকায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)। এর আগে ঝাপায় চালু হচ্ছে নতুন সিএনজি মাদার স্টেশন।

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।