Homeরাজ্যহুগলিসিঙ্গুর আন্দোলন লোকাল 'বন্ধের' প্রতিবাদে বিক্ষোভ, নতুন বছরের শুরুতেই উত্তাল সিঙ্গুর

সিঙ্গুর আন্দোলন লোকাল ‘বন্ধের’ প্রতিবাদে বিক্ষোভ, নতুন বছরের শুরুতেই উত্তাল সিঙ্গুর

প্রকাশিত

হাওড়া থেকে সিঙ্গুরগামী ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ ট্রেনটির যাত্রাপথ সম্প্রসারণের প্রতিবাদে উত্তাল হল সিঙ্গুর স্টেশন। বুধবার ভোর থেকেই তৃণমূল নেতা এবং সিঙ্গুরের বাসিন্দারা ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী এবং সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।

সকাল ৬টা ৪৫ মিনিটে সিঙ্গুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছতেই বেচারাম মান্না, তাঁর স্ত্রী ও হরিপালের বিধায়ক করবী মান্না এবং তৃণমূল কর্মীরা ট্রেনটির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ ট্রেনটির যাত্রাপথ কোনও মতেই বদলানো যাবে না।

বেচারাম মান্না বলেন, “সিঙ্গুরের মানুষের সম্মান জানিয়ে এই ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের নতুন সিদ্ধান্ত সিঙ্গুরবাসীর আবেগের ওপর আঘাত করছে। যতক্ষণ না রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন বন্ধ করা হচ্ছে না। বরং ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে একটি ট্রেনকে হরিপাল এবং অন্যটি তারকেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, লোকাল ট্রেনের কোনও নাম হয় না, বরং নির্দিষ্ট নম্বরের মাধ্যমেই তারা পরিচিত।

তবে সিঙ্গুরবাসীর ক্ষোভ এতে থামেনি। তাদের বক্তব্য, এই ট্রেনের সঙ্গে সিঙ্গুরের ঐতিহ্য এবং আবেগ জড়িয়ে রয়েছে। সিঙ্গুর স্টেশনে জমায়েত হওয়া স্থানীয় বাসিন্দারা ট্রেনটির নাম ও যাত্রাপথ অক্ষুণ্ণ রাখার দাবিতে অনড়।

সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটি ২০০৯ সালে চালু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। জমি আন্দোলনের সময় সিঙ্গুরের কৃষকদের লড়াইকে সম্মান জানিয়ে এই ট্রেনের নাম রাখা হয় ‘আন্দোলন লোকাল’।বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র সিঙ্গুরের মানুষের জন্য সমস্যার কারণ নয়, বরং এটি সিঙ্গুর আন্দোলনের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা।

তৃণমূল নেতৃত্ব রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। ফলে সিঙ্গুর লোকাল ইস্যুতে উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।

হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলায় সাধু-ভক্ত সমাবেশ, এসেছিলেন তারকা-সাংসদ রচনাও   

খবর অনলাইন ডেস্ক: এক দিকে ‘যুক্তবেণী’র মহাকুম্ভমেলায় মাঘী পূর্ণিমায় যখন শাহী স্নান হল, ঠিক...

মাহেশের রথযাত্রা বঙ্গের প্রাচীনতম, জেনে নিন তার সূচনা-কাহিনি

খবর অনলাইন ডেস্ক: রথযাত্রা এলেই আগে মনে পড়ে যায় পুরীর কথা। কিন্তু এই বঙ্গেও...