হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় একটি রাসায়নিক কারখানায় শনিবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকা কারখানার ছাদ উড়ে যেতে দেখা যায় বিস্ফোরণের অভিঘাতে। স্থানীয়দের দাবি, আগুন লাগার পর একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে, যা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়।
জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ শ্রমিকেরা কাজ করছিলেন ওই কারখানায়, সেই সময় হঠাৎ একাংশ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। থানা দমকল বিভাগকে খবর দিলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় ১৫টি ইঞ্জিন। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর থাকা দাহ্য রাসায়নিক ও দ্রব্যের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। চার কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে ঘন কালো ধোঁয়ার মেঘ। আশপাশের বেশ কয়েকটি ছোট-বড় কারখানা এবং গ্রাম থাকায় দ্রুত আগুন না নেভানো গেলে ভয়াবহ বিপদের আশঙ্কা করছেন এলাকার মানুষ।
দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। আগুনের উৎস এবং কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের জন্য দমকলের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে।