Homeরাজ্যহাওড়াশিবপুরে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি দুর্ঘটনা কবলে, মৃত্যু ৩ যাত্রীর

শিবপুরে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি দুর্ঘটনা কবলে, মৃত্যু ৩ যাত্রীর

প্রকাশিত

শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় গাড়িতে বিধায়ক স্বয়ং উপস্থিত না থাকলেও পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গাড়িটি চালাচ্ছিলেন মহম্মদ মোস্তাক খান (২৫), যার বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রের খবর অনুযায়ী, আত্মীয়দের নিয়ে বাঁকড়া থেকে ফিরছিলেন মোস্তাক। ফেরার পথেই, প্রবল গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। প্রবল ধাক্কায় মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখেন বিধ্বস্ত গাড়ির চিত্র। তৎক্ষণাৎ শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও তিনি জানিয়েছে গাড়িটি তাঁর নয়।  এই ঘটনার বিষয়ে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘আমার স্করপিও গাড়ি রয়েছে। সেটি নিরাপদেই আছে এবং কোনও দুর্ঘটনার সম্মুখীন হয়নি। আমরা সবাই সুস্থ আছি। অন্য দুর্ঘটনার বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।’’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা

হাওড়া পুরসভা ঘোষণা করেছে, বিদেশি প্রজাতির কুকুর পোষতে হলে এখন থেকে লাইসেন্স বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।