উলুবেড়িয়া: বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ৩টি শিশুর। জখম হয়েছে ১ জন। শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে হাওড়ার উলুবেড়িয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া থানার অধীন গঙ্গারামপুর মোড়ের কাছে যতন মিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, বাড়ির মধ্যেই একটি শিশু বাজি ফাটায়। সেই বাজির ফুলকি রান্নার গ্যাস সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই এত বড়ো বিপত্তি।
যে ৩টি শিশু মারা গিয়েছে তারা হল যতন মিস্ত্রির মেয়ে ৯ বছরের তানিয়া, বিশ্বজিৎ ধাড়ার আড়াই বছরের ছেলে ঈশান ধাড়া এবং মেহরাজ মল্লিকের ৫ বছরের কন্যা মমতাহিনা খাতুন। বাজারপাড়ার পিন্টু মোল্লার ১৭ বছরের মেয়ে মনীষা খাতুন আগুনে জখম হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তারেরা তিন জনকে মৃত ঘোষণা করেন।