Homeখবররাজ্যআমতার খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের দ্বারোদ্ঘাটন

আমতার খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের দ্বারোদ্ঘাটন

প্রকাশিত

খবর অনলাইন প্রতিনিধি: সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল হাওড়ার আমতার কাছে খড়িয়প গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের দ্বার। গত শনিবার ১ মার্চ শ্রীরামকৃষ্ণের ১৯০তম জন্মতিথিতে এই উপাসনালয়ের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করা হয়। প্রারম্ভিক মাঙ্গলিক অনুষ্ঠানের পরে যথাবিহিত উপাচার ও পুষ্পবৃষ্টির মাধ্যমে উপাসনালয়ের দ্বার উন্মোচন করেন আশ্রমের আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ।

আনুষ্ঠানিক দরজা খুলে দেওয়ার পরেই মন্দিরে শ্রীরামকৃষ্ণের পুজো করে প্রাণপ্রতিষ্ঠা করা হয়। আরতি সুসম্পন্ন হয়।   

স্বামী বিবেকানন্দের বড়দিদি হারামণির শ্বশুরবাড়ি বসু পরিবারের জমিতে ১৯৯৫ সালে গড়ে ওঠে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার। ২০১৫ সালে বসুন্ধরা পুজোর মাধ্যমে এখানে উপাসনালয়ের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালে দুর্গাষষ্ঠীর শুভ লগ্নে নির্মীয়মাণ মন্দিরে মূল বেদি রচিত হয়।

উপাসনালয়ের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রেমবিহারে চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছিল। উৎসব শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, চলে ৩ মার্চ পর্যন্ত। এই উৎসবে রোজই ছিল ধর্ম প্রসঙ্গে শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের আলোচনা। তা ছাড়া প্রথম দিন সকালে বাস্তুপূজার পরে শোভাযাত্রা বেরোয়। কয়েক কিলোমিটার পরিক্রমা করে সেই শোভাযাত্রা আশ্রমে ফেরে সকাল সাড়ে ১০টা নাগাদ।

শনিবার থেকে সোমবার, ৩ মার্চ পর্যন্ত রোজই বসে গানের আসর। শনিবারের আসরে সঙ্গীত পরিবেশন করেন পূর্ণ দাস বাউল, তাঁর পুত্র দিব্যেন্দু দাস বাউল, শম্পা কুণ্ডু, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রুদ্র রায় প্রমুখ। রবিবার উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, শ্রাবণী সেন, মনোময় ভট্টাচার্য প্রমুখ। দু’ দিনই অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস বসু।

তৃতীয় তথা শেষ দিন সোমবার সন্ধ্যায় গানের আসরে উপস্থিত ছিলেন শৌনক চট্টোপাধ্যায়। এ দিনের বিশেষ আকর্ষণ ছিল ড. হরেকৃষ্ণ হালদার ও তাঁর সম্প্রদায়ের শ্রীখোল বাদন এবং হরিনাম সংকীর্তন।     

বাংলার ফুটবলের হালহকিকত নিয়ে সোমবার দুপুরে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দেন সত্তর-আশির দশকের বাংলার কিংবদন্তি ফুটবলাররা এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকরা। আলোচনাসভায় নিজেদের মতামত ব্যক্ত করেন গৌতম সরকার, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, শিশির ঘোষ, ভাস্কর গাঙ্গুলি এবং বাংলা ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ রূপক সাহা। উপস্থিত ছিলেন আজীবন সবুজ-মেরুন সুব্রত ভট্টাচার্যও। আলোচনাসভাটি সঞ্চালনা করেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ক্রীড়া সাংবাদিক সুপ্রিয় মুখোপাধ্যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।