Homeরাজ্যজলপাইগুড়িবৃষ্টি ও ভুটান থেকে আসা জলে প্লাবিত ডুয়ার্সের ৩০টি চাবাগান, বড় ক্ষতির...

বৃষ্টি ও ভুটান থেকে আসা জলে প্লাবিত ডুয়ার্সের ৩০টি চাবাগান, বড় ক্ষতির আশঙ্কা

প্রকাশিত

ডুয়ার্সের চা-বেল্টে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে টানা ভারী বর্ষণে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা এবং আলিপুরদুয়ারের কালচিনির বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ১২ ঘণ্টায় বানারহাট ও নাগরাকাটায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত, যা এ মরসুমের সর্বোচ্চ। কালচিনিতেও প্রবল বৃষ্টি হয়েছে, তবে তুলনামূলকভাবে কিছুটা কম।

ভূটানে অতি ভারী বর্ষণের ফলে সেখানকার পাহাড়ি জল নেমে এসেছে ডুয়ার্সের সমতলে, যার জেরে অন্তত ৩০টি চা-বাগান প্লাবিত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাগানগুলির মধ্যে রয়েছে মেচপাড়া, রিয়াবাড়ি, নাগরাকাটা, মরাঘাট, লক্ষ্মীপাড়া, সুভাষিনী ও সাতালি। বন্যার জলে ভেসে গেছে ছোট বড় বহু রাস্তা, ভেঙে পড়েছে একাধিক কালভার্ট।

নাগরাকাটা চা-বাগানে কুর্তি নদীর উপর পায়ে চলা সেতুটি সম্পূর্ণ ভেসে গেছে। পাশাপাশি হিলা ও একটি এসএসবি ক্যাম্প সংযোগকারী মূল সেতুটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।
“এই সেতুটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে,” জানিয়েছেন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডুয়ার্স-তেরাই শাখার সম্পাদক সুমিত ঘোষ। তিনি আরও বলেন, “যদি সেটি ভেঙে যায়, অন্তত ৮,০০০ মানুষ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন যতক্ষণ না নতুন সেতু তৈরি হয়।”

আরও পড়ুন: উত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! সোমবারও ঝড়বৃষ্টির আশঙ্কা, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস

চা-বাগানগুলির ক্ষতির পরিমাণ বিশাল। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ডুয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান রাজকুমার মণ্ডল জানিয়েছেন, “যেসব বাগান সম্পূর্ণভাবে জলের তলায় গেছে, সেগুলিতে চা গাছগুলিকে অন্তত এক সপ্তাহ পর্যাপ্ত রোদে রাখতে হবে জলের স্তর কমে যাওয়ার পর। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় আরও ‘অতি ভারী থেকে অতিশয় ভারী বৃষ্টি’র পূর্বাভাস রয়েছে। তাতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “জল যত বেশি সময় থাকে, তত বেশি সিল্ট জমে মাটির উর্বরতা নষ্ট হয়। ভূটানের জল ডোলোমাইটে সমৃদ্ধ, যা মাটিকে অনুর্বর করে দেয়। আগের এক বন্যায় কালচিনির মেচপাড়া চা-বাগানের বহু একর জমি ডোলোমাইট সিল্টেশনের কারণে চাষের অযোগ্য হয়ে গিয়েছিল।”

কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের (CISTA) প্রেসিডেন্ট বিজয় গোপাল চক্রবর্তী জানিয়েছেন, “শনিবার রাতের প্রবল বৃষ্টিতে ডুয়ার্স ও তেরাই অঞ্চলের বড় ও ছোট প্রায় সব চা-বাগান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলপাইগুড়ির বানারহাট, নাগরাকাটা, মাল, ময়নাগুড়ি ও সদর ব্লকের অধিকাংশ বাগানই জলের তলায়। শ্রমিকদের বাড়িঘর ভেসে গেছে, চা-বাগানের ‘লাইন’ গুলিতে জল ঢুকে পড়েছে। ফলে রবিবার অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। যদি আজ রাতেও বৃষ্টি হয়, পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

তেরাই ইন্ডিয়ান প্ল্যান্টারস অ্যাসোসিয়েশনের সদস্য মহেন্দ্র পি. বংশল জানিয়েছেন, “তেরাই ও ডুয়ার্সের বহু চা-বাগান শনিবার রাত থেকেই প্লাবিত। শুধুমাত্র তেরাই অঞ্চলে ৪৫টি চা-বাগান এই দুর্যোগে প্রভাবিত হয়েছে।”

প্রশাসন জানিয়েছে, বিপর্যস্ত এলাকা পরিদর্শনে টিম পাঠানো হয়েছে। ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, চা-বাগানের ভেতরের রাস্তা, ছোট সেতু ও ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ডুয়ার্সের উপর দিয়ে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আতঙ্ক বাড়ছে বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, কমবে আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই, বর্ষা বিদায়ের পথে বাংলা।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্‌ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?

খবর অনলাইন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। কেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ এবং...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

আরও পড়ুন

নাগাইসুরি চা-বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে আন্দোলন, ৩৪ ঘণ্টার ধর্নার পর আশ্বাসে স্থগিত বিক্ষোভ

জলপাইগুড়ির নাগাইসুরি চা-বাগানের শ্রমিকদের বোনাস না দেওয়ায় উত্তাল পরিস্থিতি। ৩৪ ঘণ্টার আন্দোলনের পর আংশিক আশ্বাসে স্থগিত বিক্ষোভ।

গোরুমারায় মোষের গাড়িতে জঙ্গল সাফারি! ডুয়ার্সে নতুন অভিজ্ঞতায় মুগ্ধ পর্যটকরা

ডুয়ার্সের গোরুমারার জঙ্গলে বেড়াতে এসে এবার পর্যটকদের জন্য নতুন রোমাঞ্চ। জিপসি নয়, মোষের গাড়িতে...

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...