Homeরাজ্যজলপাইগুড়িপ্রত্যেকের জন্য বাড়ি! চা-বাগানের সমস্যা সমাধানে জোরালো বার্তা মমতার

প্রত্যেকের জন্য বাড়ি! চা-বাগানের সমস্যা সমাধানে জোরালো বার্তা মমতার

প্রকাশিত

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের পর এ দিন জলপাইগুড়ি। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডারী মাঠ থেকে জলপাইগুড়ির চা-বাগানের সমস্যা-সমূহের সমাধান নিয়ে জোরালো বার্তা দিলেন মমতা।

আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে মোট ২৮২টি চা বাগান রয়েছে। সেখানে কাজ করেন প্রায় তিন লক্ষ শ্রমিক। তাঁদের উদ্দেশে এ দিনের সভায় মমতা বলেন, “চা-বাগানের সমস্যা-সমূহের সমাধানে সদা তৎপর আমাদের সরকার। আগামীদিনে সকল চা-বাগানের শ্রমিকদের পাকা ঘর দেওয়া হবে, দেওয়া হবে পাট্টা। আমরা বিজেপির মতো ভাঁওতাবাজি, মিথ্যাচারে বিশ্বাসী নই। তারা যেমন বাংলার চা-বাগানের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকা দেয়নি, ঠিক তেমনি জনগণের হকের ১০০ দিনের টাকা আটকে রেখেছে। বন্ধ করে দিয়েছে গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের বরাদ্দ তহবিল”।

চা শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়েও যে রাজ্য সরকার বিগত দিনগুলিতে উদ্যোগ নিয়েছে, সেই কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বললেন, “আগে চা শ্রমিকদের ৬৭ টাকা মজুরি ছিল। সেটা বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছে”।

রাজ্যের বিরোধী দল বিজেপি-কে নিশানায় রেখে তাঁর মন্তব্য, “২০২১ সালে রাজনৈতিক এবং গণতান্ত্রিকভাবে আমাদের কাছে পরাজিত হয়ে তারা আমার রাজ্যবাসীর উপর প্রতিহিংসার রাজনীতিতে মত্ত হয়েছে। আমি কথা দিচ্ছি, আপনাদের আশীর্বাদ, সমর্থনকে সঙ্গী করে রাজধানীর বুক থেকে আপনাদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনবোই”।

পাশাপাশি, জলপাইগুড়ির সামগ্রিক উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “গাজোলডোবায় তৈরি হয়েছে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এছাড়াও, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ, বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের প্রত্যেকটি মানুষের দুয়ারে”।

আরও পড়ুন: ফের আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা, ফিরতে পারে অস্বস্তি

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

আরও পড়ুন

বৃষ্টি ও ভুটান থেকে আসা জলে প্লাবিত ডুয়ার্সের ৩০টি চাবাগান, বড় ক্ষতির আশঙ্কা

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত টানা ৩৫০ মিমি বৃষ্টিতে ডুয়ার্সের বানারহাট, নাগরাকাটা ও কালচিনির বিস্তীর্ণ চা-বাগান জলমগ্ন। ৩০টিরও বেশি বাগান ক্ষতিগ্রস্ত, সেতু ভেঙে আটকে হাজারো মানুষ।

নাগাইসুরি চা-বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে আন্দোলন, ৩৪ ঘণ্টার ধর্নার পর আশ্বাসে স্থগিত বিক্ষোভ

জলপাইগুড়ির নাগাইসুরি চা-বাগানের শ্রমিকদের বোনাস না দেওয়ায় উত্তাল পরিস্থিতি। ৩৪ ঘণ্টার আন্দোলনের পর আংশিক আশ্বাসে স্থগিত বিক্ষোভ।

গোরুমারায় মোষের গাড়িতে জঙ্গল সাফারি! ডুয়ার্সে নতুন অভিজ্ঞতায় মুগ্ধ পর্যটকরা

ডুয়ার্সের গোরুমারার জঙ্গলে বেড়াতে এসে এবার পর্যটকদের জন্য নতুন রোমাঞ্চ। জিপসি নয়, মোষের গাড়িতে...