কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। আগের দিনের বৃষ্টিতে তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও অস্বস্তি দুটোই বাড়তে পারে আবার।
গোটা বাংলায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টিপাত। দিনভর আবহাওয়া একই রকম থাকবে। বুধবার থেকে থেকে ফের ভারীবৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সামান্য ভিজতে পারে উপকূল সংলগ্ন এলাকা। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৫ শতাংশ। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার থেকে ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
ও দিকে, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো বদলের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: লোকাল ট্রেনে খাবার বিক্রির দায়িত্ব কর্পোরেট সংস্থাকে! বিরোধিতায় পথে নামল এপিডিআর