Homeরাজ্যঝাড়গ্রামঅভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক বেশ কয়েক জন, চলছে জিজ্ঞাসাবাদ

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক বেশ কয়েক জন, চলছে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত

ঝাড়গ্রাম: শুক্রবার ঝাড়গ্রামে লোধাশুলি থেকে শালবনি যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় আটক বেশ কয়েক জন। পুলিশ সূত্রে খবর, তাঁদের আটক করে ঝাড়গ্রাম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মোট কত জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর তুমুল উত্তেজনা ছড়ায় শুক্রবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচিতে যাওয়ার সময় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনায় প্রকাশ, ঝাড়গ্রাম শহরে ‘নবজোয়ার’ কর্মসূচির ‘রোড শো’ শেষ করে লোধাশুলি হয়ে অভিষেকের কনভয় শালবনি যাচ্ছিল। সেই সময় ৫ নম্বর রাজ্য সড়কের দু’ধারে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা। তখনই ঘটনাটি ঘটে।

অভিষেকের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, বীরবাহা হাঁসদার গাড়িকে লক্ষ্য করে পাথর মারা হয়। এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িকে লক্ষ্য করে পাথর এবং লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী।

এই ঘটনার পর বীরবাহা বলেন, ‘‘আমিও নিজে আদিবাসী সমাজের মানুষ। কিন্তু এ ভাবে আন্দোলন হয় নাকি! আমরাও আন্দোলন করেছি। কিন্তু এটা অসভ্যতা। এর শেষ দেখে ছাড়ব।’’ কুড়মিদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সিপিএম এবং বিজেপিকেও দায়ী করেছেন বীরবাহা।

অন্য দিকে, এই ঘটনার পরই কুড়মি সমাজও পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চক্রান্ত করা হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন তারাও। ইতিমধ্যেই ঝাড়গ্রাম পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন।

আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে? পুরো ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী

সাম্প্রতিকতম

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

“যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ…”, আদালতের নির্দেশে কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ বিপাকে  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির আদালতে বড়ো ধাক্কা খেলেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ...

১ জুন পর্যন্ত জামিন অরবিন্দ কেজরিওয়ালের, নামতে পারবেন ভোটের প্রচারে    

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত ১...

আরও পড়ুন