পশ্চিমবঙ্গের চাকরিহারা ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, পয়লা বৈশাখ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বান না এলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। তারই অঙ্গ হিসেবে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। এই মঞ্চের আওতায় ইতিমধ্যেই ১২-১৩টি আন্দোলনকারী সংগঠন এক ছাতার তলায় এসে গিয়েছে।
এদিনের সাংবাদিক বৈঠকে নেতৃত্বের পক্ষ থেকে বারবার সরকারের উপর ক্ষোভ উগরে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, “সরকার চাইলে সমাধান সম্ভব। সব নিয়োগ আইনি জটিলতার কারণে আটকে নেই। আমরা মুখ্যমন্ত্রীর উপর এখনও আস্থা রাখছি। কিন্তু আর কতদিন?” তাঁরা আরও বলেন, “আমরা শুধু বৈঠক চাই না, বৈঠকের মধ্যে দিয়ে সমস্যার সমাধান চাই। আন্দোলন চালাতে চালাতে আমাদের প্রতিটি দিন ভয়ের মধ্যে কেটে যাচ্ছে। আমরা বেকার ভাতা চাই না, চাকরি চাই।”
এদিনই একাংশ চাকরিহারাকে আবার দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চে, যাঁরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। সেখান থেকেই এক চাকরিহারা শিক্ষক প্রশ্ন তোলেন ৭ এপ্রিলের প্রস্তাবিত বৈঠক ঘিরে। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন ঠিক আছে। কিন্তু কারা বসবেন সেই বৈঠকে? আমরা যারা যোগ্য, তারা কি দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া অযোগ্যদের সঙ্গে বসে আলোচনা করতে পারব?”
চাকরিপ্রার্থীদের এই সংহতি ও অবস্থান আন্দোলন আরও জোরালো হচ্ছে দিনে দিনে। পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে তাঁদের স্পষ্ট বার্তা, দাবি না মানলে ২১ এপ্রিল রাজপথ কাঁপবে নবান্ন অভিযানে।