Homeখবররাজ্যপয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা, তারপর বৃহত্তর আন্দোলন! চাকরিহারাদের হুঁশিয়ারি, ২১ এপ্রিল নবান্ন...

পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা, তারপর বৃহত্তর আন্দোলন! চাকরিহারাদের হুঁশিয়ারি, ২১ এপ্রিল নবান্ন অভিযান

প্রকাশিত

পশ্চিমবঙ্গের চাকরিহারা ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, পয়লা বৈশাখ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বান না এলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। তারই অঙ্গ হিসেবে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। এই মঞ্চের আওতায় ইতিমধ্যেই ১২-১৩টি আন্দোলনকারী সংগঠন এক ছাতার তলায় এসে গিয়েছে।

এদিনের সাংবাদিক বৈঠকে নেতৃত্বের পক্ষ থেকে বারবার সরকারের উপর ক্ষোভ উগরে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, “সরকার চাইলে সমাধান সম্ভব। সব নিয়োগ আইনি জটিলতার কারণে আটকে নেই। আমরা মুখ্যমন্ত্রীর উপর এখনও আস্থা রাখছি। কিন্তু আর কতদিন?” তাঁরা আরও বলেন, “আমরা শুধু বৈঠক চাই না, বৈঠকের মধ্যে দিয়ে সমস্যার সমাধান চাই। আন্দোলন চালাতে চালাতে আমাদের প্রতিটি দিন ভয়ের মধ্যে কেটে যাচ্ছে। আমরা বেকার ভাতা চাই না, চাকরি চাই।”

এদিনই একাংশ চাকরিহারাকে আবার দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চে, যাঁরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। সেখান থেকেই এক চাকরিহারা শিক্ষক প্রশ্ন তোলেন ৭ এপ্রিলের প্রস্তাবিত বৈঠক ঘিরে। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন ঠিক আছে। কিন্তু কারা বসবেন সেই বৈঠকে? আমরা যারা যোগ্য, তারা কি দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া অযোগ্যদের সঙ্গে বসে আলোচনা করতে পারব?”

চাকরিপ্রার্থীদের এই সংহতি ও অবস্থান আন্দোলন আরও জোরালো হচ্ছে দিনে দিনে। পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে তাঁদের স্পষ্ট বার্তা, দাবি না মানলে ২১ এপ্রিল রাজপথ কাঁপবে নবান্ন অভিযানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।