Homeখবররাজ্যআরও তিন স্বাস্থ্যকর্তার ইস্তফা দাবি, মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান  

আরও তিন স্বাস্থ্যকর্তার ইস্তফা দাবি, মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এ-ও বলেছে, কাজে না ফিরলে রাজ্য যদি কোনো পদক্ষেপে করে তাহলে তাতে বাধা দেবে না তারা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই আবার আন্দোলন-কর্মসূচির কথা ঘোষণা করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন।

আরজি-কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের যে পাঁচ দফা দাবি রয়েছে তার পাশাপাশি এবার তারা রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস) এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই)-র ইস্তফাও চাইল।

সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। এই কর্মসূচি অনুযায়ী তাঁরা আজ মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন।

যে পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারেরা মাসাধিককাল আন্দোলন চালাচ্ছেন সেগুলি হল – এক, আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে, অপরাধের উদ্দেশ্য প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; দুই, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যারা জড়িয়ে রয়েছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে; তিন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে; চার, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং পাঁচ, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে।

কাজে কি ফিরবেন জুনিয়র ডাক্তাররা?

মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়েছে, আরজি কর মামলার শুনানিতে তাঁরা হতাশ। তবুও সুপ্রিম কোর্টের নির্দেশ তাঁরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। সব দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যান কি না, সে দিকেই এখন নজর সকলের। সোমবার বিকেল ৫টা নাগাদ আরজি কর-সহ সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা মিলে একটি সম্মিলিত বৈঠক (জিবি) করেন। পরে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। পরবর্তী সিদ্ধান্তের কথা পরে জানানো হবে।

আরও পড়ুন

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।