Homeখবররাজ্যধর্মতলায় ‘চিৎকার সমাবেশের’ ডাক আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের,পাশে দাঁড়ানোর আহ্বান

ধর্মতলায় ‘চিৎকার সমাবেশের’ ডাক আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের,পাশে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত

সোমবার আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। তার আগে ধর্মতলায় রবিবার এক নতুন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা ‘চিৎকার সমাবেশের’ ডাক দিয়ে সাধারণ মানুষকে তাদের অনশন মঞ্চের সামনে জমায়েত হতে আহ্বান জানিয়েছেন। বিকেল ৪টে থেকে শুরু হবে এই সমাবেশ।

গত কয়েকদিন ধরেই ধর্মতলার অনশনমঞ্চে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে বিভিন্ন মহল থেকে সমর্থন আসছে। শনিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় সহ একাধিক উচ্চপদস্থ রাজ্য প্রশাসনের আধিকারিকরা অনশনমঞ্চে উপস্থিত হন এবং অনশনকারী ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন, সোমবার বিকেল ৫টায় নবান্নে তিনি তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন, তবে শর্ত হিসেবে অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন।

এই আলোচনার প্রস্তাবের জবাব রবিবারের ‘চিৎকার সমাবেশে’ ডাক্তাররা কী বলবেন, তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের সংগঠন, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সমাজমাধ্যমে এই সমাবেশের ডাক দিয়েছে। তাঁদের বক্তব্য, ‘‘আমাদের দাবির আওয়াজ ছড়িয়ে পড়ুক চিৎকার হয়ে।’’

শুক্রবার সাংবাদিক বৈঠকে স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা এবং রুমেলিকা কুমারের মতো অনশনকারী ডাক্তাররা রবিবার এই কর্মসূচির আভাস দিয়েছিলেন, কিন্তু তখন কোনও নির্দিষ্ট নাম উল্লেখ করেননি। এখন সেই কর্মসূচি ‘চিৎকার সমাবেশ’ নামে পরিচিত হয়েছে।

তাঁরা সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, ‘‘আমরা না খেয়ে আছি। আমাদের কণ্ঠ দুর্বল হয়ে পড়েছে। আপনাদের কণ্ঠেই আমরা শক্তি পাব।’’

খবর অনলাইনে সব খবর পড়ুন এখানে ক্লিক করে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।